'খাবার নেই', হাসপাতালে থেকে বেরিয়ে গ্রামে ঘুরছেন করোনা রোগী! হোম আইসোলেশনে নিয়ে গেল পরিবার
'অমিল খাবার', হাতে স্যালাইনের চ্যানেল নিয়েই হাসপাতাল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে পড়লেন করোনা রোগী! হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ, আহত এক কর্মী। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ।
!['খাবার নেই', হাসপাতালে থেকে বেরিয়ে গ্রামে ঘুরছেন করোনা রোগী! হোম আইসোলেশনে নিয়ে গেল পরিবার Alipurduar West Bengal Corona patient roaming around in a village for food Family asked for home isolation 'খাবার নেই', হাসপাতালে থেকে বেরিয়ে গ্রামে ঘুরছেন করোনা রোগী! হোম আইসোলেশনে নিয়ে গেল পরিবার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/27194135/alipurduar-covid-agi-new.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আলিপুরদুয়ার: 'অমিল খাবার', হাতে স্যালাইনের চ্যানেল নিয়েই হাসপাতাল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে পড়লেন করোনা রোগী! হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের, আহত একজন। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ।
কলকাতা মেডিক্যালের পর এবার আলিপুরদুয়ার শহর সংলগ্ন সরকারি কোভিড হাসপাতাল। পরিষেবার অব্যবস্থার অভিযোগে হাসপাতাল থেকে বেরিয়ে লোকালয়ে পৌঁছে গেলেন করোনা রোগী। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ারের গ্রামে ঘুরতে দেখা যায় এক ব্যক্তিকে। তাঁর হাতে স্যালাইনের চ্যানেল থাকায় সন্দেহ হয় স্থানীয়দের। অভিযোগ, হাসপাতালে খাবার না পেয়ে বাইরে বেরিয়ে আসেন করোনা আক্রান্ত ওই রোগী। এরপরই হাসপাতালের অমানবিক ব্যবহার ও সুরক্ষার বিষয় নিয়ে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। আক্রান্তকে খাবার দেওয়া হয়।
খবর পেয়ে হাসপাতালের তরফ থেকে স্বাস্থ্যকর্মীরা সেখানে গেলে শুরু হয় বিক্ষোভ। রোগীকে ছাড়তে রাজি হয়নি স্থানীয়রা। বরং স্বাস্থ্যকর্মীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এক স্বাস্থ্যকর্মী। হাসপাতাল সুপার না আসলে রোগীকে ছাড়া হবে না বলে দাবি করে স্থানীয়রা। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে আসে আলিপুরদুয়ার পুলিশ।
জানা যায়, ওই রোগী আলিপুরদুয়ারে জয়গাঁও থানার বাসিন্দা। পুলিশের তরফে খবর দেওয়া হয় ওই ব্যক্তির পরিবারকে। পরিস্থিতি বুঝে ওই রোগীকে হোম আইসোলেশনে নিয়ে যেতে চায় রোগীর পরিবার। এরপর জেলার স্বাস্থ্য দফতর, পরিবার ও পুলিশের আলোচনার পর হোম আইসোলেশনে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় রোগীকে।
কিন্তু বাড়ির পথে ফেরার সময়ও ফের উঠল অমানবিকতার অভিযোগ। হাসপাতালের পাঠানো অ্যাম্বুল্যান্সের বিরুদ্ধে অভিযোগ ওঠে গ্রামে না ঢোকার। প্রায় ১০০ মিটার হেঁটে অ্যাম্বুল্যান্সে উঠতে হয় রোগীকে। যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃ্পক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)