এক্সপ্লোর
গৃহবধূকে কটূক্তির প্রতিবাদ করায় গুলি! চাঞ্চল্য মালদার কালিয়াচকে
গুলি চালানোর অভিযোগ এখনই মানতে নারাজ পুলিশ।
করুণাময় সিংহ, মালদা: বিপদে-আপদে পাশে দাঁড়ানোই কর্তব্য প্রতিবেশীর! কিন্তু সেই প্রতিবেশী যুবকের বিরুদ্ধেই উঠল গৃহবধূকে কটূক্তির অভিযোগ। ঘটনাস্থল মালদার কালিয়াচকের ব্রহ্মোত্তর গ্রাম। এখানকারই বাসিন্দা বছর ৩২-এর গৃহবধূর অভিযোগ, প্রতিবেশী যুবক আবু বক্কর দীর্ঘদিন ধরে তাঁকে কটূক্তি করত। রাস্তায় বেরলোই ভেসে আসত অশ্লীল মন্তব্য! এমনকী ফোন নম্বর জোগাড় করে অশালীন মেসেজও পাঠানো হয় বলে অভিযোগ মহিলার!
গতকাল বিষয়টি অন্যান্য প্রতিবেশীদের জানান ওই মহিলা এবং তাঁর স্বামী। সেদিনই বৈঠকে বসেন স্থানীয় বাসিন্দারা। সেখানে অভিযুক্ত আবু বক্করও উপস্থিত ছিল। তাকে সতর্ক করে দেন পাড়ার অন্যান্য বাসিন্দারা। কিন্তু গৃহবধূর অভিযোগ, বৈঠক শেষের পরেই ফের হামলা চালায় অভিযুক্ত। মারধরের পাশাপাশি তাঁকে ভয় দেখাতে ৩ রাউন্ড গুলিও চালানো হয় বলেও দাবি করেছেন মহিলা।
আজ সকালে এই ঘটনায় কালিয়াচক থানায় আবু বক্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গৃহবধূ। কিন্তু এখনও বছর ২৬-এর অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যার জেরে আতঙ্কে ভুগছে মহিলার পরিবার।
তবে গুলি চালানোর অভিযোগ এখনই মানতে নারাজ পুলিশ। জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, সত্যিই গুলি চলেছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement