এক্সপ্লোর
Advertisement
ভারতীয় নেতাদের নয়, ইউরোপীয় ইউনিয়নের এমপিদের জম্মু ও কাশ্মীর সফরের অনুমতি ভারতের সংসদের অপমান! বলল কংগ্রেস, ‘বুক বাজানো জাতীয়তাবাদী চ্যাম্পিয়ন’! মোদিকেও কটাক্ষ
সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রায় ৩ মাস পর জম্মু ও কাশ্মীরের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে কাল সেখানে যাচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের ২৭-২৮ জনের দলটি। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের মন বোঝার চেষ্টা করবে তারা।
নয়াদিল্লি: ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদলের আগামীকালের জম্মু ও কাশ্মীর সফর নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরোক্ষে তাঁর কটাক্ষ, কেন ‘বুক বাজানো জাতীয়তাবাদী চ্যাম্পিয়ন’ ইউরোপের নেতাদের জম্মু ও কাশ্মীর যাওয়ার অনুমতি দিলেন। জয়রাম ট্যুইট করেছেন, ভারতের রাজনৈতিক নেতাদের জম্মু ও কাশ্মীরের মানুষের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে, তখন কেন ইউরোপীয় রাজনীতিকদের সেখানে যেতে দিলেন জাতীয়তাবাদী মহান নেতা যিনি নিজের ঢাক পেটান। এটা ভারতের নিজের সংসদ ও আমাদের গণতন্ত্রের প্রতি অসম্মান, অপমান!
সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রায় ৩ মাস পর জম্মু ও কাশ্মীরের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে কাল সেখানে যাচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের ২৭-২৮ জনের দলটি। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের মন বোঝার চেষ্টা করবে তারা।
When Indian political leaders have been prevented from meeting the people of J&K, what possessed the great chest-beating champion of nationalism to allow European politicians to visit J&K. This is an outright insult to India's own Parliament and our democracy! https://t.co/D48dnctRqE
— Jairam Ramesh (@Jairam_Ramesh) October 28, 2019
কংগ্রেস মুখপাত্র জয়বীর শেরগিলও সরকারের পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ট্যুইট করেন, বিজেপি সরকার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের কাশ্মীর সফরের সুবিধা করে দিতে পারে, তবে কেন ভারতের বিরোধী শিবিরের নেতারা কাশ্মীর যেতে পারেন না? কাশ্মীর যেতে কেন ভারতীয়দের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়, অথচ ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলকে স্বাগত জানায় প্রধানমন্ত্রীর দপ্তর? কেন সমান সুযোগ নেই? তিনি আরও বলেন, কোনও বিদেশি রাষ্ট্র বা পার্লামেন্টের কোনও সদস্যের জম্মু ও কাশ্মীরে নাক গলানোর অধিকারই নেই, এটা পুরোপুরি ভারতের ঘরোয়া ব্যাপার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য আজ ইউরোপীয় দলটিকে বলেন, যারা সন্ত্রাসবাদ সমর্থন, তার পৃষ্ঠপোষকতা করছে, তাদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা চাই। সন্ত্রাসবাদের প্রতি বিন্দুমাত্র সহনশীলতার মনোভাব থাকলে চলবে না।
ইউরোপীয় প্রতিনিধিদলের দেশের বিভিন্ন অংশে সফর ফলদায়ক হবে বলে আশা প্রকাশ করে মোদি বলেন, জম্মু ও কাশ্মীর গেলে ওঁরা জম্মু, কাশ্মীর আর লাদাখের সাংস্কৃতিক, ধর্মীয় বৈচিত্র্যের ব্যাপারে ভাল ধারণা পাবেন। ওইসব অঞ্চলের উন্নয়ন, সুশাসনের অগ্রাধিকারে সরকারের ভাবনাচিন্তাও তাঁরা স্পষ্ট বুঝতে পারবেন বলে অভিমত জানান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement