(Source: ECI/ABP News/ABP Majha)
মার্কিন হানায় ইসলামিক স্টেট প্রধান আবু আল-বাগদাদির ‘মৃত্যু’, ‘বড় ঘটনা ঘটেছে’ টুইট ডোনাল্ড ট্রাম্পের
সূত্রের খবর, মার্কিন স্পেশাল অপারেশনসের ফোর্স যখন অভিযান চালাচ্ছিল, সেই সময় সুইসাইড ভেস্ট পরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটান তিনি।
ওয়াশিংটন: ইসলামিক স্টেট-এর প্রধান আবু বকর আল-বাগদাদির মৃত্যুর খবর ফের একবার প্রকাশ্যে। সূত্রের খবর, ডিএনএ পরীক্ষা করার পরই এই মর্মে সরকারিভাবে ঘোষণা করা হবে। তবে, তার আগেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট ঘিরে চাঞ্চল্য।
খবরে প্রকাশ, সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন সামরিক অভিযানের মধ্যেই বাগদাদির মৃত্যুর খবর মিলেছে। সূত্রের খবর, মার্কিন স্পেশাল অপারেশনসের ফোর্স যখন অভিযান চালাচ্ছিল, সেই সময় সুইসাইড ভেস্ট পরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটান তিনি। এই খবর প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট- ‘একটা বড় ঘটনা সবে মাত্র ঘটেছে’।
Something very big has just happened!
— Donald J. Trump (@realDonaldTrump) October 27, 2019
সূত্রের খবর, এক সপ্তাহ আগেই সিরিয়ার উত্তর-পশ্চিমে অবস্থিত ইদলিব প্রদেশে এই বিশেষ অভিযানকে সবুজ সঙ্কেত দিয়েছিলেন ট্রাম্প। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ‘শীর্ষস্থানীয় আইএস নেতা’ ওই অভিযানে মারা গিয়েছে। কারণ, এখনও পর্যন্ত সরকারিভাবে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। অতীতে, বিগত কয়েক বছরে একাধিকবার আবু বকর আল-বাগদাদির মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। তবে, হোয়াইট হাউস সূত্রে খবর, রবিবার সকাল ৯টা নাগাদ (স্থানীয় সময়) সরকারিভাবে কিছু ঘোষণা করতে চলেছেন ট্রাম্প।