এক্সপ্লোর
Advertisement
কাল বাঁকুড়ায় অমিত, জোড়া বৈঠক, আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ, মেনুতে কী দেখুন
বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে দক্ষিণবঙ্গে দলের অবস্থান খতিয়ে দেখতে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মোদির প্রধান সভাপতি অমিত শাহ।
কলকাতা: বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে দক্ষিণবঙ্গে দলের অবস্থান খতিয়ে দেখতে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মোদির প্রধান সভাপতি অমিত শাহ।
আর তাঁর সফরের শুরুটা হচ্ছে জঙ্গলমহলের বাঁকুড়া থেকে। সেই বাঁকুড়া, যেখানে গত লোকসভা নির্বাচনে তৃণমূলকে জোর ধাক্কা দিয়েছে বিজেপি। সেখানেই বৃহস্পতিবার রবীন্দ্রভবনে জোড়া বৈঠক অমিত শাহ-র। মাঝে চতুরডিহি গ্রামে এক আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। অমিতের আপ্যায়ণে সাজো সাজো রব বিভীষণ হাঁসদার বাড়িতে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য মধ্যাহ্নভোজের মেনুতে আছে ভাত, ডাল, আলুপোস্ত এবং পোস্তর বড়া।
২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলায় চমকপ্রদ ফল হয়েছে বিজেপির। বিশেষ করে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল - বাংলার এই দুই এলাকায় ব্যাপক জয় পায় গেরুয়া শিবির। বাঁকুড়ায় তপশিলি জাতি-উপজাতি ভোট প্রায় ৩৬ শতাংশ। গত লোকসভা নির্বাচনে তার অনেকটাই বিজেপির ঝুলিতে যায়। বাঁকুড়া জেলার ২টি লোকসভা কেন্দ্র - বাঁকুড়া এবং বিষ্ণুপুরে জয় পায় বিজেপি।
জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের সবকটিতেই এগিয়ে গেরুয়া শিবির! রাজনৈতিক মহলে প্রশ্ন, সেই আদিবাসী ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখেই কি অমিত শাহ-র বাঁকুড়া সফর? আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজের ‘কৌশলও’ কি তারই অঙ্গ?
বিজেপির যুব মোর্চার সভাপতি ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলছেন,
‘বিজেপির সঙ্গে আদিবাসী সমাজের সম্পর্ক সুদৃঢ়। আদিবাসী সমাজের সামাজিক উন্নতির কথা মাথায় রেখেই অমিত শাহ্ এই ধরণের চিন্তা ভাবনা নিয়েছেন। শাসক তৃণমূল যেখানে আদিবাসীদের উন্নতি করতে পারেনি, বিজেপি সেই উন্নতিই।’
বৃহস্পতিবার সকাল ১১-টার সময় কলকাতা থেকে হেলিকপ্টারে বাঁকুড়ায় পৌঁছবেন অমিত শাহ। করগাহিড় হ্যালিপ্যাডে নেমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাবেন পুয়াবাগানে। সেখানে বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে অমিত শাহ যোগ দেবেন রবীন্দ্রভবনের বৈঠকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
পুজো পরব
জেলার
Advertisement