এক্সপ্লোর
Advertisement
শিখ-বিরোধী দাঙ্গা: রাহুলকে ভর্ত্সনা বিজেপির, রাজীব গাঁধীকে ‘গণপিটুনির জনক’ হিসেবে সম্বোধন
নয়াদিল্লি: দিন কয়েক আগে ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় দলের ভূমিকা প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল গাঁধী বলেন, কংগ্রেস এই দাঙ্গার সঙ্গে জড়িত ছিল না। এবার রাহুলের সেই মন্তব্যের কথা উল্লেখ করেই পাল্টা চাঁচাছোলা ভাবে আক্রমণ শানাল বিজেপি।
কংগ্রেসকে শিক্ষা দিতে বিভিন্ন অঞ্চলে হোর্ডিংয়ে হোর্ডিংয়ে ছেয়ে দিয়েছে বিজেপি নেতা তেজিন্দর পাল সিংহ বাগ্গা।এমনকি দিল্লির কনট প্লেসেও নজরে এসেছে সেই হোর্ডিং। সেখানেই রাজীব গাঁধীকে ‘গণপিটুনির জনক’ হিসেবে সম্বোধন করেছে বিজেপি। সেই পোস্টারের একটি কপি ওই নেতা নিজের টুইটার হ্যান্ডেলেও শেয়ার করেছেন।
শিখ বিরোধী দাঙ্গা প্রসঙ্গে রাহুল গাঁধী কী বলেছেন দেখুন
১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গা প্রসঙ্গে কংগ্রেসের বর্তমান সভাপতি রাহুল গাঁধী লন্ডনের এক সমাবেশে মন্তব্য করেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তারপর তিনি বলেন, যে কোনও ব্যক্তি বা সংগঠন যদি দাঙ্গায় জড়িত থাকে, তাহলে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। এরপরই রাহুল বলেন, কংগ্রেসের এই দাঙ্গায় কোনও ভূমিকা ছিল না।
লন্ডন স্কুল অফ ইকোনমিকসে পড়ুয়াদের সঙ্গে এক কথোপকথন সেশনে শিখ-বিরোধী দাঙ্গা প্রসঙ্গে কথা বলছিলেন রাহুল। সেখানেই তাঁকে এসম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়। তখন তিনিই বলেন, সেই দাঙ্গা পরিস্থিতির তিনিও শিকার ছিলেন। তিনি খুব ভালভাবেই জানেন, সেসময় আক্রান্তদের মানসিক অবস্থা কেমন হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement