এক্সপ্লোর
Advertisement
পুলওয়ামায় সেনা কনভয় টার্গেট করে আইইডি হামলা, জখম চার জওয়ান, অনন্তনাগে এনকাউন্টারে হত মেজর, জঙ্গি
গত কয়েক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার হামলার সাক্ষী হল পুলওয়ামা। গত ১৪ ফেব্রুয়ারি সেখানে সিআরপিএফ কনভয়ে আইইডি বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায় মানববোমা। ৪০ জওয়ান নিহত হন।
শ্রীনগর: পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা। সেনার কনভয় টার্গেট করে আইইডি বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। সোমবারের এই নাশকতায় জখম হলেন চার নিরাপত্তা জওয়ান। জনৈক পুলিশকর্তা জানিয়েছেন, ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের একটি সেনা ক্যাস্পার, একটি বুলেট ও মাইন-প্রতিরোধী যানকে নিশানা করে জঙ্গিরা। বিস্ফোরণটি হয় দক্ষিণ কাশ্মীরের আরিহাল-লাসিপোরা রোডে ঈদগাহ আরিহাল এলাকায়। ঘটনাস্থল থেকে আসা প্রাথমিক খবরে চার জওয়ানের আহত হওয়ার খবর মিলেছে বলে জানান পুলিশকর্তাটি। সেনাবাহিনী এলাকা কর্ডন করে ঘিরে ফেলেছে। এলাকায় নিজেদের আধিপত্য বহাল রাখতে শূন্যে গুলি চালিয়েছে তারা। ঘটনাস্থলে বাড়তি বাহিনী পাঠানো হয়েছে।
গত কয়েক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার হামলার সাক্ষী হল পুলওয়ামা। গত ১৪ ফেব্রুয়ারি সেখানে সিআরপিএফ কনভয়ে আইইডি বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায় মানববোমা। ৪০ জওয়ান নিহত হন। সেদিন জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়েতে জওয়ানদের নিয়ে যাওয়া গাড়ির কনভয় আক্রান্ত হয়। সেদিনের ঘটনাস্থল থেকে আজকের নাশকতাস্থলের দূরত্ব ২৭ কিমি।
Indian Army: Terrorists attempted to attack a mobile vehicle patrol of 44 RR with a vehicle based IED while the Army patrol was moving in general area Arihal in Pulwama this evening. The troops are safe, few minor injuries. Reports of attack on Army convoy are unfounded&baseless. https://t.co/seA8QqbX5A
— ANI (@ANI) June 17, 2019
এদিকে অনন্তনাগে আজ সন্ত্রাসবাদী-নিরাপত্তাবাহিনী এনকাউন্টারে প্রাণ হারিয়েছেন এক সেনা মেজর। একই পদাধিকারী আরেক সেনা অফিসার জখম হন আছাবল এলাকার গুলির লড়াইয়ে। জখম হন আরও ২ জওয়ান। খতম হয়েছে এক জঙ্গিও। আহতদের শ্রীনগরে সেনার ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংঘর্ষস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ। কোন জঙ্গি গোষ্ঠী এনকাউন্টারে জড়িত, জানা যায়নি। সরকারি সূত্রের খবর, আজ সকালে ওই এলাকা ঘিরে ফেলে তল্লাসি অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। তা থেকেই সংঘর্ষের সূত্রপাত। জঙ্গিরা গোলাগুলি চালালে পাল্টা জবাব দেয় জওয়ানরাও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement