এক্সপ্লোর
অভিযুক্ত আডবাণী, জোশী, উমা, ৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়
এই মামলায় অভিযুক্ত প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, উমা ভারতীরা।
![অভিযুক্ত আডবাণী, জোশী, উমা, ৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় Babri masjid demolition case Special CBI judge SK Yadav to pronounce verdict on September 30 অভিযুক্ত আডবাণী, জোশী, উমা, ৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/09/16200739/Babri.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় দিতে চলেছে বিশেষ সিবিআই আদালত। সেদিন এই মামলার সব অভিযুক্তকেই আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি এস কে যাদব।
এর আগে গত মাসে সুপ্রিম কোর্ট এই মামলার বিচার প্রক্রিয়া শেষ করার জন্য এক মাস সময় দেয়। তার আগে ৮ মে শীর্ষ আদালত বলেছিল, তিন মাসের মধ্যে বিচার শেষ করে ৩১ অগাস্টের মধ্যে রায় দিতে হবে। তবে এরপর আরও কিছুটা সময় দেওয়া হয়। তারও আগে গত বছরের ১৯ জুলাই সুপ্রিম কোর্ট বলেছিল, ৯ মাসের মধ্যে বিচার শেষ করতে হবে। সেই সময়সীমা শেষ হয় এ বছরের এপ্রিলে। তারপর আরও পাঁচ মাস বাড়ল সময়সীমা।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস হয় বাবরি মসজিদ। এই মামলায় অভিযুক্ত প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, উমা ভারতীরা। লখনউয়ের বিশেষ সিবিআই আদালত ফৌজদারি আইনের ৩১৩ ধারা অনুসারে ৩২ জন অভিযুক্তর বয়ান নথিভুক্ত করেছে। কল্যাণ সিংহ, উমা আদালতে হাজির হয়ে বয়ান নথিভুক্ত করেছেন। আডবাণী ও জোশী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বয়ান দেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)