New Bank Rules: কাল শুরু নয়া অর্থবর্ষ, ব্যাঙ্ক থেকে প্যান কার্ড, বিমান ভাড়া-এক ঝলকে কী কী নিয়ম বদলাচ্ছে
আজ চলতি অর্থবর্ষের শেষদিন। আগামীকাল থেকেই শুরু ২০২১-২২ অর্থবর্ষের। নতুন অর্থবর্ষে ব্যাঙ্ক সংক্রান্ত কিছু নিয়ম বদল হবে। সেইসঙ্গে আরও বিভিন্ন পরিবর্তন হচ্ছে, যার প্রভাব সরাসরি আপনার পকেটে পড়তে পারে। প্যান কার্ড, ইপিএফ ও পুরানো ব্যাঙ্ক চেক নিয়ে আগামীকাল থেকে নিয়ম বদলে যাচ্ছে।
নয়াদিল্লি: আজ চলতি অর্থবর্ষের শেষদিন। আগামীকাল থেকেই শুরু ২০২১-২২ অর্থবর্ষের। নতুন অর্থবর্ষে ব্যাঙ্ক সংক্রান্ত কিছু নিয়ম বদল হবে। সেইসঙ্গে আরও বিভিন্ন পরিবর্তন হচ্ছে, যার প্রভাব সরাসরি আপনার পকেটে পড়তে পারে। প্যান কার্ড, ইপিএফ ও পুরানো ব্যাঙ্ক চেক নিয়ে আগামীকাল থেকে নিয়ম বদলে যাচ্ছে। সেইসঙ্গে ১ এপ্রিল থেকে বিমান যাত্রার সফরে খরচ বাড়তে পারে। কাল থেকে বেড়ে যাবে ইস্পাতের দাম। দেখে নেওয়া যাক-কী কী বদল ঘটছে।
ব্যাঙ্ক সংক্রান্ত নিয়ম-
প্যান কার্ড-আজ যদি প্যান কার্ডের সঙ্গে আধারের সংযুক্তি ঘটানো না হয়, তাহলে প্যান নিষ্ক্রিয় হয়ে পড়বে। সেইসঙ্গে জরিমানাও দিতে হবে। কেন্দ্র সরকার এর আগে প্যান কার্ড ও আধার সংযুক্তি না করানোর ক্ষেত্রে ১০০০ টাকা লেট ফাইন ধার্য করেছিল। সেইসঙ্গে নতুন ধারা ২৩৪এইচ (ফিনান্স বিল) অনুসারে, এই দুটি নথির সংযুক্তিকরণ না হলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। এই লেট ফি নিষ্ক্রিয় প্যান কার্ড থাকলে সেজন্য ধার্য জরিমানার থেকে আলাদা হবে।
চেকবুক-কাল থেকে দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও এলাহাবাদ ব্যাঙ্কের পুরানো চেক বুক বৈধ থাকবে না। এই ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণ ঘটেছে। এই ব্যাঙ্কগুলি তাদের গ্রাহকদের জন্য নয়া চেকবুক দিয়েছে। তবে সিন্ডিকেট ব্যাঙ্কের চেকবুক ৩০ জুন পর্যন্ত বৈধ থাকবে।
ইনকাম ট্যাক্স রিটার্ন-কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২১-এর বাজেটে আয়কর নিয়ে বড়সড় ঘোষণা করেছিলেন। আগামীকাল ১ এপ্রিল থেকে ৭৫-এর বেশি বসয়ের প্রবীণ নাগরিকদের আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে ছাড় মিলবে।
টিডিএস-১ এপ্রিল থেকে থেকে ফ্রিল্যান্সার, টেকনিক্যাল সহায়কের মতো বেতনহীন শ্রেণীর কর্মীদের বেশি ট্যাক্স দিতে হতে পারে। এখন এই কর্মীদের মোট আয়ের ৭.৫ শতাংশ টিডিএস হিসেবে কাটে। তা বেড়ে হবে ১০ শতাংশ। অন্যদিকে, আয়কর আইনের ২০৬ নম্বর ধারা অনুযায়ী, যাঁরা রিটার্ন জমা দেননি, তাঁদের ১ এপ্রিলের পর দ্বিগুণ টিডিএস জমা দিতে হতে পারে।
ইপিএফ- আয়কর বিভাগের নয়া সংস্থান অনুসারে, ১ এপ্রিল থেকে পিএফ-এ বছরে আড়াই লক্ষ টাকার বেশি জমা হলে সুদের ওপর কর বসবে। দুই লক্ষের বেশি মাইনে যাঁরা পান, তাঁরা এর আওতায় আসবেন।
বিমান চড়ার খরচ বাড়ছে
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বিমানবন্দরে নিরাপত্তা ফি বাড়িয়েছে। অভ্যন্তরীন উড়ানের যাত্রীদের সিকিউরিটি ফি ৪০ টাকা ও আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে এই ফি ১১৪.৩৮ টাকা বেড়েছে। বর্ধিত দাম ১ এপ্রিলের পর ইস্যু টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ইস্পাতের দাম বাড়ছে
আন্তর্জাতিক বাজারে ইস্পাতের দামে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল থেকে দেশের মধ্যেও এর দাম বাড়ানো হতে পারে। জেএসড্বলু স্টিল, জেএসপিএল, এম/এনএস ও টাটা স্টিল এসআরসি-র দাম প্রতি টনে চার হাজার টাকা বাড়তে পারে। অভ্যন্তরীন বাজারে কাঁচামালের চাহিদা বৃদ্ধি ও ওড়িশায় উৎপাদন হ্রাসের ফলে দাম বৃদ্ধি হতে পারে।