এক্সপ্লোর
Advertisement
রাজ্য বাজেট ২০২০-২১: ভারতে বেকারত্ব বাড়লেও বাংলায় ৪০ শতাংশ কমেছে, দাবি অর্থমন্ত্রীর
বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসাথী প্রকল্পে ৫০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
কলকাতা: একুশের বিধানসভা ভোটের আগে আজ দ্বিতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট করছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। আজকের পেশ হওয়া বাজেট প্রস্তাব থেকেই আগামী এক বছরের উন্নয়নের অভিমুখ ঠিক করবেন রাজ্যের অর্থমন্ত্রী। ভাষণের শুরুতেই দেশের অর্থনৈতিক দুরবস্থার প্রসঙ্গ তোলেন অমিত মিত্র। বলেন, ‘আজ গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে, ভারতের অর্থনীতি আজ বিপন্ন।’
কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অর্থমন্ত্রী বলেন, ‘ভারতকে বিভাজনের পথে নিয়ে যাওয়া হচ্ছে।’ অর্থমন্ত্রী আরও বলেন, দেশে জিডিপির হার গত ৮ বছরে সর্বনিম্ন। রাজ্যের জিডিপি হার ১০.৪ শতাংশে এসেছে।
আর কী কী বলছেন অর্থমন্ত্রী, দেখে নেব এক নজরে।
- ক্ষুদ্রশিল্পে বাংলা এখন প্রথম স্থানে।
- গৃহনির্মাণে এখন বাংলা প্রথম।
- বাংলায় ২২ হাজার ২৬৬ কোটি টাকা বিনিয়োগ এসেছে ।
- বড়শিল্পে ৮.৪৫ লক্ষ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
- স্বাস্থ্যসাথী প্রকল্পে নিখরচায় চিকিৎসা নতুন প্রাণ পেয়েছে।
- গুড গভর্নেন্স-এর মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করেছে ।
- ভারতে বেকারত্বের হার গত ৪৫ বছরে সর্বাধিক।
- বাংলায় বেকারত্বের হার ৪০ শতাংশ কমেছে।
- কমেছে কন্যাসন্তানদের বাল্যবিবাহ ।
- কন্যাশ্রী, সবুজ সাথী প্রকল্পের সাহায্য পেয়েছে।
- কৃষকবন্ধু, শস্যবিমার সাহায্যে কৃষকদের আয় বেড়েছে।
- অসংগঠিত শ্রমিক পরিবারের জন্য সামাজিক সুরক্ষা যোজনা।
- ১০০ দিনের কাজে বাংলা প্রথম স্থানে ।
- গ্রামীণ, গৃহনির্মাণ, রাস্তানির্মাণে বাংলা প্রথম ।
- বকেয়া কর আদায়ের জন্য নতুন প্রস্তাব নেওয়া হয়েছে।
- মোটর ভেহিকেলস্-এর সব জরিমানা মকুব।
- চা-বাগানগুলিতে কৃষি আয়কর সম্পূর্ণ মকুব।
- পুরনো মামলার নিষ্পত্তির জন্য একাধিক ফাস্ট ট্র্যাক কোর্টের প্রস্তাব। ৯০ দিনের মধ্যে মামালার নিষ্পত্তি করতে হবে ।
- আগামী ২ বছরে আরও ৩টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হবে।
- এরজন্য ৫০ কোটি টাকা ব্যয়-বরাদ্দ করা হয়েছে।
- প্রবীণ তপশিলি মানুষদের জন্য নতুন প্রকল্প আনা হচ্ছে।
- প্রতিমাসে ১ হাজার টাকা বার্ধক্য ভাতা দেওয়া হবে। এরজন্য ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ হয়েছে।
- সামাজিক সুরক্ষায় নতুন প্রকল্পের ঘোষণা। নিখরচায় এই প্রকল্পের সুবিধা পাবেন উপভোক্তারা । এই প্রকল্পের সুবিধা পাবেন প্রায় দেড় কোটি পরিবার। এরজন্য ৫০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয়-বরাদ্দ হয়েছে।
- ক্ষুদ্র-ছোট-মাঝারি বঙ্গশ্রী নামে নতুন উত্সাহ প্রকল্পের প্রস্তাব।
- নতুন ক্ষুদ্র শিল্প স্থাপন, কর্মসংসস্থানে সুযোগ তৈরি হবে। এরজন্য ১০০ কোটি টাকা বরাদ্দ হবে।
- বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসাথী প্রকল্প। এরজন্য ৫০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ।
- রাজ্যে ১০০ নতুন এনএসএমই প্রকল্প চালুর প্রস্তাব।
- দরিদ্র মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে।
- চা-বাগানের গৃহহীন শ্রমিকদের জন্য চা-সুন্দরী নামে গৃহনির্মাণ প্রকল্পে ৫০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে।
- দরিদ্র মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুত্ দেওয়া হবে । এরজন্য হাসির আলো প্রকল্পে, ২০০ কোটি টাকা বরাদ্দ। এতে প্রায় ৩৫ লক্ষ পরিবার উপকৃত হবে ।
- কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুরে ৩টি সিভিল সার্ভিস অ্যাকাডেমি হবে । কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ছাড়া আর্থিক বৃদ্ধি অর্থহীন।
- আর্থিক মন্দা সত্ত্বেও বাংলার আর্থিক বৃদ্ধি অক্ষুণ্ণ।
- কর্মসংস্থানের জন্য ২লক্ষ ৫৫ হাজার ৬৭৭ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
খবর
Advertisement