এক্সপ্লোর
Advertisement
বেঙ্গালুরুতে ধৃত মাদক কারবারীর সঙ্গে যোগ? কেরলের সিপিএম সাধারণ সম্পাদকের ছেলেকে জেরা ইডি-র
মাদকের কারবারীদের সঙ্গে যোগ থাকার কথা অস্বীকার করেছেন বিনেশ কোদিয়েরি।
নয়াদিল্লি: মাদকের কারবারী মহম্মদ অনুপের সঙ্গে যোগ থাকার অভিযোগে সিপিএম সাধারণ সম্পাদক কোদিয়েরি বালকৃষ্ণণের ছেলে বিনেশ কোদিয়েরিকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ বিনেশকে জেরা করা হয়। বেঙ্গালুরু মাদককাণ্ডে অনুপকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সোনা পাচারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
তদন্তকারীদের জেরার মুখে অনুপ স্বীকার করেছেন, ২০১৩ সালে বেঙ্গালুরুতে আসার পর আফ্রিকান পড়ুয়াদের মাদক সরবরাহ শুরু করেন। তাঁর রেস্তোঁরা খোলার জন্য বিনেশ আর্থিক সহায়তা করেন বলেও জানিয়েছেন অনুপ। তাঁকে ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করলেও, তাঁর সঙ্গে মাদকের কারবারীদের যোগ থাকার কথা জানতেন না বলে দাবি করেছেন বিনেশ।
তদন্তকারীরা জানিয়েছেন, কেরলে কোকেন, এলএসডি, এমডিএমএ পাচারের ক্ষেত্রে অনুপের বড় ভূমিকা ছিল। তার সঙ্গে বেশ কয়েকজন তরুণ অভিনেতা ও রাজনীতিবিদদের যোগ ছিল। ২৮ অগাস্ট কন্নঢ় টিভি তারকা ডি অনিকা ও রিজোশ রবীন্দ্রনের সঙ্গে অনুপকেও গ্রেফতার করা হয়। এরই মধ্যে বিনেশের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা তিনটি সংস্থার ভূমিকা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর মধ্যে কোঝিকোড় ও বেঙ্গালুরুর দু’টি সংস্থা ২০১৫ থেকে বার্ষিক রিপোর্ট জমা না দেওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে রেজিস্ট্রার অফ কোম্পানিজ। তিরুঅন্তপুরমের সংস্থাটির সঙ্গে আবার সোনা পাচারকাণ্ডে অভিযুক্ত স্বপ্না সুরেশের যোগ থাকার অভিযোগ উঠেছে। ইডি-র সন্দেহ, এই সংস্থাগুলির অস্তিত্ব শুধু খাতায়-কলমেই ছিল। অর্থপাচার ও বিদেশি মুদ্রা বিনিয়মের জন্যই সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছিল। মাদক ও সোনা পাচারের সঙ্গেও সংস্থাগুলির যোগ আছে কি না, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement