এক্সপ্লোর
'পীড়িত' পুরুষদের জন্যে জাতীয় কমিশন চান, বিজেপি সাংসদের দাবি নাকচ

নয়াদিল্লি: লোকসভার সদস্য ভারতীয় জনতা পার্টির সাংসদ হরিনারায়ণ রাজভর এক দাবি তুলেছিলেন। তাঁর দাবি ছিল, পীড়িত পুরুষদের জন্যে একটি জাতীয় কমিশন গঠন করা হোক। তাঁর মনে হয়েছে স্ত্রীদের হাতে সংসারে বহু সময় লাঞ্ছিত হতে হয় স্বামীদের। সেই দুর্দশার কথা জানানোর জন্যে একটি জায়গা অবশ্যই থাকা উচিত। যেহেতু মেয়েদের দুঃখ-দুর্দশা জানানোর জন্যে রয়েছে জাতীয় মহিলা কমিশন, তাই জাতীয় পুরুষ কমিশনও ওই একই কারণে গঠিত হওয়া প্রয়োজন। বিজেপি সাংসদের দাবি, সারা দেশের প্রত্যেক পুরুষের থেকেই বিপুল পরিমাণ সমর্থন পেয়েছেন তিনি। তাঁর কাছে প্রায় ৫ হাজার মেসেজ এসেছে এই প্রস্তাবে সায় দিয়ে। বিদেশ থেকে বহু পুরুষ তাঁকে সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। তবে তাঁদের সকলের আশাই আপাতত ভঙ্গ হয়েছে। জাতীয় পুরুষদের কমিশন গঠনের প্রস্তাব নাকচ হয়ে গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















