এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
দূষণ কমানো এবং বিক্রি বাড়ানোর লক্ষ্যে ২০০০ সালের আগে নথিভুক্ত গাড়ি বদলের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হোক, বাজেটের আগে প্রস্তাব গাড়ি প্রস্তুতকারকদের
নয়াদিল্লি: গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগের ফলে ভারতে অটোমোবাইল শিল্পের উন্নতি হয়েছে। ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, ‘মেক ইন ইন্ডিয়া’, অটোমোটিভ মিশন প্ল্যান ২০১৬-২০২৬-এর ফলে দেশে অটোমোবাইল ও অনুসারী শিল্পে গতি এসেছে। এখন ভারতের অটোমোবাইল শিল্প বিশ্বে চতুর্থ স্থানে। ভারতে গাড়ি বিক্রি বেড়েছে ৯.৫ শতাংশ। ২০১৮ সালের প্রথমার্ধে ভারত থেকে গাড়ি রফতানি বেড়েছে ২০.৭৮ শতাংশ। ভারতের জিডিপি-তে অটোমোবাইল শিল্পের অবদান ২.৩ শতাংশ। অটোমোবাইল শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল এবং দক্ষ শ্রমিকের ক্ষেত্রে ইউরোপ ও লাতিন আমেরিকাকে পিছনে ফেলে দিয়েছে ভারত। বিভিন্ন বিদেশি গাড়ি প্রস্তুতকারক সংস্থা এদেশে বিনিয়োগ করছে।
গত বাজেটে অটোমোটিভ ও অনুসারী শিল্প চাঙ্গা হয়েছিল। এবারের বাজেটের আগেও একই আশা করছেন এই শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা। এবারের বাজেটের আগে সরকারের কাছে অটোমোবাইল শিল্পের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, ২০০০ সালের আগে যে গাড়িগুলি নথিভুক্ত করা হয়েছিল, সেগুলি বদল করার ক্ষেত্রে কর ছাড় দেওয়া হোক। এককালীন উৎসাহ ভাতা হিসেবে জিএসটি কমানো, গাড়ির ঋণে সুদের হার কমানো বা গাড়ি বদলের ক্ষেত্রে রোড ট্যাক্স কমানো যেতে পারে। ভারতে ৮০ শতাংশ দূষণ ও পথ দুর্ঘটনার জন্য দায়ী ১৫ বছরের পুরনো গাড়ি। তাই ২০০০ সালের আগে নথিভুক্ত হওয়া গাড়িগুলি বদল করা হলে শুধু দূষণই কমবে না, এর ফলে গাড়ি বিক্রিও বাড়বে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement