এক্সপ্লোর
অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার মামলায় অভিযুক্ত মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেলের ৫ দিনের সিবিআই হেফাজত

নয়াদিল্লি: অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্রিটিশ মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেল জেমসের পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল বিশেষ আদালত। মঙ্গলবার গভীর রাতে মিশেলকে দুবাই থেকে ভারতে নিয়ে আসা হয়। গত মাসেই সেখানকার আদালত প্রত্যর্পণের বিরুদ্ধে মিশেলের যাবতীয় যুক্তি খারিজ করে দেয়। এরপরেই তাঁকে এদেশে নিয়ে আসা হল। আজ মিশেলকে আদালতে পেশ করা হয়। সিবিআই-এর আইনজীবী ডি পি সিংহ বলেন, ৩,৬০০ কোটি টাকার ভিভিআইপি চপার কেলেঙ্কারিতে গভীর চক্রান্ত ও টাকার সন্ধানের জন্য মিশেলকে হেফাজতে নিয়ে জেরা করা দরকার। সেই আর্জি মঞ্জুর করে আদালত। মিশেলের আইনজীবী জেরার সময় হাজির থাকার অনুমতি চেয়ে মৌখিকভাবে আবেদন জানান। সেই আবেদন খারিজ করে দিলেও, সিবিআই হেফাজতে থাকাকালীন রোজ দু’ঘণ্টা করে মিশেলের সঙ্গে আইনজীবীর দেখা করার অনুমতি দিয়েছে আদালত। চার্জশিট সহ মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব নথি মিশেলকে দেখানোর জন্যও সিবিআই-কে নির্দেশ দিয়েছে আদালত। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপিদের জন্য চপার কিনতে ২০১০ সালে ব্রিটিশ সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি করেছিল ইউপিএ সরকার। কিন্তু ২০১৩-য় অভিযোগ ওঠে, এতে ঘুষের লেনদেন হয়েছে। প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীর নাম জড়িয়ে যায় এই দুর্নীতিতে। পরে সিবিআই তদন্তের নির্দেশ দেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। তদন্তে উঠে আসা তিন মধ্যস্থতাকারীর অন্যতম মিশেল। বিতর্কের পর অগুস্তা চুক্তি বাতিল করে মনমোহন সরকার। তবে এই দুর্নীতি নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের






















