এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
দেখুন: সামনে এল সবচেয়ে কাছ থেকে তোলা সূর্যের ছবি
ইউরোপের মহাকাশ সংস্থার এক মহাকাশ যান এখনও পর্যন্ত সবচেয়ে কাছ থেকে সূর্যের ছবি তুলল। ছবিগুলিতে দেখা যাচ্ছে, সূর্যের বুকে সর্বত্র অসংখ্য অগ্নিশিখা দাউ দাউ জ্বলছে।
কেপ কেনাভেরাল: ইউরোপের মহাকাশ সংস্থার এক মহাকাশ যান এখনও পর্যন্ত সবচেয়ে কাছ থেকে সূর্যের ছবি তুলল। ছবিগুলিতে দেখা যাচ্ছে, সূর্যের বুকে সর্বত্র অসংখ্য অগ্নিশিখা দাউ দাউ জ্বলছে। বিজ্ঞানীরা মহাকাশ যান সোলার অরবিটারের তোলা সূর্যের ছবি বৃহস্পতিবার প্রকাশ করেছে।
কেপ কেনাভেরাল থেকে ওই সোলার অরবিটার গত ফেব্রুয়ারিতে পাঠানো হয়েছিল। সূর্যের থেকে ৭.৭০ কোটি কিলোমিটার দূর থেকে গত মাসে এই চমকপ্রদ হাই রেজোলিউশন ছবিগুলি তুলেছে সোলার অরবিটার। এই দূরত্ব পৃথিবী ও সূর্যের মোট দূরত্বের প্রায় অর্ধেক।
হলুদ ও কালো ধোঁয়াটে ধূসর বর্ণের জ্বলন্ত অগ্নিকুণ্ডের এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই সবার নজর কেড়ে নিয়েছে। সূর্যের এত কাছ থেকে এ ধরনের ছবি এই প্রথম বলে জানানো হয়েছে। এই ছোট ছোট অগণিত অগ্নিবলয়ের জন্য দলকে নতুন পরিভাষা তৈরি করতে হয়েছে বলে জানিয়েছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রোজেক্ট বিজ্ঞামী ড্যানিয়েল মুলার। এগুলিকে 'ক্যাম্পফায়ার' আখ্যা দিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফ্যাক্ট চেক
জেলার
খবর
Advertisement