এক্সপ্লোর
Advertisement
সাক্ষাৎকার না দিয়ে পারলে সাংবাদিক বৈঠক করুন, মোদীকে চ্যালেঞ্জ কংগ্রেসের
নয়াদিল্লি: সংবাদমাধ্যমকে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারকে সাজানো নাটক আখ্যা দিয়ে তাঁকে সাংবাদিক বৈঠক করার চ্যালেঞ্জ জানাল কংগ্রেস। আজ কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেছেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পান। সেই কারণেই তিনি দু’টি সংবাদমাধ্যমের কাছ থেকে আগে প্রশ্ন চেয়ে নিয়ে তারপর উত্তর দিয়েছেন। এর বদলে তাঁর সাংবাদিক বৈঠক করা উচিত।’
প্রধানমন্ত্রীর সমালোচনা করে খেরা আরও বলেছেন, ‘মোদীকে তাঁর সরকারের তিনটি সাফল্যের কথা উল্লেখ করতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেটা বলতে পারেননি। এই সাক্ষাৎকারে এটাই তাঁর একমাত্র সৎ স্বীকারোক্তি। চার বছর ক্ষমতায় থাকার পরেও তিনি সরকারের তিনটি সাফল্যের কথা বলতে পারছেন না। তিনি প্রধানমন্ত্রী। এভাবে দেশ চালাতে পারেন না। পরিসংখ্যান নিয়ে খেলা চলবে না।’
খেরার আরও দাবি, ‘সাক্ষাৎকারে উন্নয়নের কথা বললেও, নির্বাচনের পরে সে কথা ভুলে যান প্রধানমন্ত্রী। কারণ, তাঁর উন্নয়ন শুধুই মুখের কথা। ২০১৪ সালে শ্রী মোদী অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। ৪৮ মাসের মধ্যে সেগুলি পূরণ করার কথা বলেছিলেন। কিন্তু এখন তিনি বলছেন, তথাকথিত লক্ষ্য ২০২২ সালের মধ্যে পূরণ করা হবে। আমি মোদীকে স্পষ্ট বলতে চাই, তাঁর সরকার ৯ মাসের বেশি টিকবে না।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement