এক্সপ্লোর
Advertisement
চিদম্বরমের সঙ্গে দেখা করতে তিহার গেলেন সনিয়া-মনমোহন
কংগ্রেস অভিযোগ করেছে, বিজেপি সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন চিদম্বরম, এভাবে যদি রাজনৈতিক স্বার্থে ফাঁসিয়ে দেওয়া হয়, তবে কোনও মন্ত্রী আর ফাইলে সই করবেন না।
নয়াদিল্লি: প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে দেখা করতে আজ তিহার জেল গেলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আইএনএক্স মিডিয়া মামলায় জেলবন্দি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর পিছনে যে দল আছে, সেই বার্তা দিতে এই সাক্ষাৎ।
এ মাসের ৫ তারিখ থেকে তিহার জেলবন্দি চিদম্বরম। ২১ অগাস্ট তাঁকে গ্রেফতার করে সিবিআই। বারবার আবেদনের পরেও গত ৩ সপ্তাহে আদালত জামিন দেয়নি তাঁকে। নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করে চিদম্বরম বলেছেন, কিছু লোক নাকি মনে করছে, আমার সোনার ডানা গজাবে, চাঁদে উড়ে যাব। আশা করি, আমার নিরাপদ ল্যান্ডিং হবে।
I have asked my family to tweet on my behalf the following:
"I am thrilled to discover that , according to some people, I will grow golden wings and fly away to the moon . I hope I will have a safe landing."
— P. Chidambaram (@PChidambaram_IN) September 22, 2019
কংগ্রেস অভিযোগ করেছে, বিজেপি সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন চিদম্বরম, এভাবে যদি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ফাঁসিয়ে দেওয়া হয়, তবে কোনও মন্ত্রী আর ফাইলে সই করবেন না। সনিয়া-মনমোহনের আগে গুলাম নবি আজাদ ও আহমেদ প্যাটেল তিহারে এসে চিদম্বরমের সঙ্গে দেখা করে গিয়েছেন।
২০০৭-এ ইউপিএ সরকারের আমলে অর্থমন্ত্রী থাকার সময় আইএনএক্স মিডিয়া-তে বেআইনিভাবে ৩০৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ কাণ্ডে সিবিআই চিদম্বরমকে গ্রেফতার করেছে। এই মামলায় ২০১৭-র ১৫ মে এফআইআর দায়ের করে তারা। ১৪ দিন তিহারে কাটানোর পর দিল্লির সিবিআই আদালত ২০ তারিখ তাঁর বিচারবিভাগীয় হেফাজত আরও ২ সপ্তাহ বাড়িয়েছে। অর্থাৎ ৩ অক্টোবর পর্যন্ত জেলে থাকতেই হচ্ছে তাঁকে।
চিদম্বরম পিঠে ব্যথার কথা জানিয়ে বলেন, তিহারে তাঁর সেলে চেয়ার, বালিশ কিছু নেই। বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার জন্য জেল সুপারিনটেন্ডেন্টকে নির্দেশ দিয়েছে আদালত। চিদম্বরেমর হয়ে কপিল সিবাল ও অভিষেক মনু সিঙ্ঘভির মত পোড়খাওয়া কংগ্রেস নেতারা মামলা লড়ছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement