Coronavirus New Cases India:তিন মাস পর দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৫০ হাজারের কম
ভারতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭৯ দিন পর ৭ লক্ষের নীচে নামল।
নয়াদিল্লি:তিনমাস পর ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। ভারতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭৯ দিন পর ৭ লক্ষের নীচে নামল।
উল্লেখ্য, ৯১ দিন পর ভারতে দৈনিক আক্রান্তর সংখ্যা ৫০ হাজারের নিচে নেমেছে। দেশে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৬,৬২,৫২১।
আইসিএমআর জানিয়েছে, ২১ জুন ১৬,৬৪,৩৬০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে দেশে নমুনা পরীক্ষার সংখ্যা ৩৯,৪০,৭২,১৪২।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ১১৬৭। গত একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে ৮১,৮৩৯ জন।
এর আগে গত ২৩ মার্চ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫০ হাজারের কম-৪৭,২৬২।
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৯৯ লক্ষ ৭৭ হাজার ৮৬১। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ২৬ হাজার ৩৮। এই মুহুর্তে অ্যাক্টিভ আক্রান্ত ৬ লক্ষ ৬২ হাজার ৫২১। মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২।
দেশে এই নিয়ে টানা ৪০ দিন দৈনিক আক্রান্তর চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি থাকল। ২১ জুন পর্যন্ত সারা দেশে মোট ২৮ কোটি ৮৭ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল রেকর্ড ৮৬ লক্ষ ১৬ হাজার টিকাকরণ হয়েছে।
দেশে পজিটিভিটি রেট ৩ শতাংশের বেশি। দেশে করোনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ। সুস্থতার হার ৯৬ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৩ শতাংশের কম। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে ভারত রয়েছে তৃতীয় স্থানে। মোট আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত দ্বিতীয় স্থানে।আমেরিকা ও ব্রাজিলের পর করোনায় ভারতের মৃতের সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি।
গত ১৬ জানুয়ারি টিকাকরণ অভিযান শুরু হওয়ার পর থেকে একদিনে গতকালই সবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে। এর আগে গত ১ এপ্রিল সবচেয়ে বেশি ৪৮ লক্ষের বেশি টিকাকরণ হয়েছিল।