করোনাভাইরাস: আক্রান্ত নয়াবাদের ৬৬ বছরের প্রৌঢ়, রাজ্যে সংখ্যা বেড়ে ১০
বুধবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
![করোনাভাইরাস: আক্রান্ত নয়াবাদের ৬৬ বছরের প্রৌঢ়, রাজ্যে সংখ্যা বেড়ে ১০ Coronavirus: 66-year-old tests positive in Bengal, 10th case in state, admitted at Peerless hospital করোনাভাইরাস: আক্রান্ত নয়াবাদের ৬৬ বছরের প্রৌঢ়, রাজ্যে সংখ্যা বেড়ে ১০](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/26122047/web-peerless-hosp-establishment-still-260320.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রাজ্যে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল দশে। নয়াবাদে ছেষট্টি বছরের এক প্রৌঢ়ের শরীরে ধরা পড়ল সংক্রমণ। বুধবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০। গত ২৩ মার্চ শ্বাসকষ্ট ও কাশি নিয়ে তিনি পিয়ারলেস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিবার সূত্রে খবর, ওই প্রৌঢ় মেদিনীপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে বিদেশ ফেরত কিছু লোকের সংস্পর্শে আসেন তিনি।
পাশাপাশি, করোনা আক্রান্ত আমলা-পুত্রও নয়াবাদের বাসিন্দা। সেখান থেকেও সংক্রমিত হওয়ার বিষয়টিকেও উড়িয়ে দিচ্ছে না স্বাস্থ্যভবন। রাত থেকেই প্রৌঢ়ের বাড়ির সামনে পুলিশি পাহারা। পাশাপাশি, স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই বৃদ্ধ কয়েকদিন আগে মেদিনীপুরে এক বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে বিদেশ ফেরত কয়েকজনের সংস্পর্শে আসেন তিনি। প্রাথমিক অনুমান, বিদেশ ফেরত ওই ব্যক্তিদের কারও থেকেই সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে। ওই বিয়েবাড়িতে বিদেশ ফেরত কারা এসেছিলেন, সে বিষয়ে খোঁজ নিচ্ছে প্রশাসন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)