করোনাভাইরাস: দিল্লিতে মৃত্যু করোনায়-আক্রান্ত ৬৯-বছরের প্রৌঢ়ার
ছেলেও করোনায় আক্রান্ত। সেখান থেকে সংক্রমণ ছড়ায় প্রৌঢ়ার দেহে।
![করোনাভাইরাস: দিল্লিতে মৃত্যু করোনায়-আক্রান্ত ৬৯-বছরের প্রৌঢ়ার Coronavirus: 69-year-old woman who tested positive for coronavirus infection dies in Delhi, says Health Ministry করোনাভাইরাস: দিল্লিতে মৃত্যু করোনায়-আক্রান্ত ৬৯-বছরের প্রৌঢ়ার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/04132859/etx-NTNL-corona-situation-pkg-NEW-030320.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: করোনা আক্রান্ত হয়ে ভারতে দ্বিতীয় মৃত্যু। শুক্রবার, দিল্লিতে মারা যান করোনাবাইরাসে আক্রান্ত হওয়া ৬৯ বছরের এক প্রৌঢ়া। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। একই কথা জানানো হয়েছে দিল্লি প্রশাসনের তরফেও। এই নিয়ে দেশে করোনাভাইরাসের বলি হলেন ২ জন। জানা গিয়েছে, ছেলের থেকে করোনায় সংক্রমিত হন মহিলা। সংবাদসংস্থার খবর অনুযায়ী, মহিলার ছেলে ৫ থেকে ২২শে ফেব্রুয়ারি সুইৎজারল্যান্ড ও ইতালির মধ্যে যাত্রা করেছিলেন। ২৩ তারিখ তিনি দেশে ফেরেন। প্রথমে তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ দেখা যায়নি। কিন্তু, এক-দুদিনের পর থেকেই সর্দি-কাশি ও জ্বরের লক্ষণ আসে। গত ৭ তারিখ তিনি দিল্লির রামমনোহন লোহিয়া হাসপাতালে পরীক্ষা করান। সেখানে তিনি করোনা পজিটিভ প্রমাণিত হন। প্রোটোকল অনুয়ায়ী, তাঁকে ও তাঁর পরিবারের স্ক্রিনিং করা হয়। ততদিনে ছেলের থেকে সংক্রমণ ছড়িয়ে গিয়েছে মায়ের শরীরে। দেখা যায়, প্রৌঢ়াও সর্দি-কাশিতে কাবু। সঙ্গে সঙ্গে দুজনকেই আইসোলেশনে রাখা হয়। মহিলার রক্তের নমুনা ৮ তারিখ নেওয়া হয়। ৯ তারিখ প্রৌঢ়ার করোনা-পজিটিভ রিপোর্ট আসে। সেদিনই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। মহিলার ডায়াবেটিস ও হাইপারটেনসন ছিল। এর সঙ্গে সঙ্গেই তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, ৯ তারিখ থেকেই তাঁর শ্বাসজনিত সমস্যা দেখা দেয়। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু, অন্যান্য সমস্যা থাকায়, তিনি শুক্রবার মারা যান। এর আগে, গতকাল, কর্ণাটকের কালবুর্গিতে মৃত্যু হয় এক বৃদ্ধের। ১২ দিন আগেই সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন তিনি। তেলেঙ্গনার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)