করোনাভাইরাস: প্রথম মৃত্যুর পর কী পদক্ষেপ নিল কর্ণাটক? কী প্রভাব দেশে?
বর্তমানে দেশে করোনা-আক্রান্তের সংখ্যা ৮১।ভারতে করোনা-সতর্কতা জারি হয়েছে।৬ দেশে এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিল।
নয়াদিল্লি: কর্ণাটকে করোনা সংক্রমণে প্রথম মৃত্যুর পর, এবার বেঙ্গালুরুতে খোঁজ মিলল করোনা আক্রান্তের। তথ্য প্রযুক্তি সংস্থা গুগলে কর্মরত ওই ব্যক্তি। এর জেরে বেঙ্গালুরু অফিসের সমস্ত কর্মীকে বাড়ি থেকে কাজ চালানোর পরামর্শ দিয়েছে গুগল।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানান, কর্ণাটকে শপিং মল, সিনেমা হল ১ সপ্তাহের জন্য বন্ধ। বিয়ের অনুষ্ঠান-সহ সব ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা। মণিপল বিশ্ববিদ্যালয় ও কস্তুরবা মেডিক্যাল কলেজের কয়েকজন পড়ুয়ার করোনা উপসর্গ দেখা দিলে তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে।
কেরলে ৯০০ জনকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, এক ইতালীয় নাগরিক সহ আরও ৩ ব্যক্তি করোনা পজিটিভ হয়েছেন। জরুরি অবস্থা পরিপ্রেক্ষিতে মহামারী আইন রাজ্য চালু করার উদ্যোগ নিচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার। মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ১৬ জন। মহারাষ্ট্রের ৫ শহরে বন্ধ শপিং মল, সিনেমা হল, জিম।
২২ মার্চ পর্যন্ত বিহারে সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল। ৩১ মার্চ পর্যন্ত বিহার, ওড়িশা ও ছত্তীসগঢ়ে সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস বন্ধ রাখার কথা ঘোষণা কর্তৃপক্ষের।
বিধানসভা অধিবেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা, কেরল ও উত্তরপ্রদেশ সরকার। সুপ্রিম কোর্টে ঢুকতে দেওয়া হবে শুধু আইনজীবীদের। করোনা-আতঙ্কে সিল করা হল ভারত-বাংলাদেশের ফুলবাড়ি সীমান্ত। সমস্যায় বাংলাদেশ থেকে আসা পর্যটকরা।
করোনা আতঙ্কের জেরে বাংলাদেশ, নেপাল, ভূটান ও মায়ানমার সীমান্তে অভিবাসন ও সব চেকপোস্টের মাধ্যমে যাত্রীদের যাতায়াত আগামী ১৫ তারিখ থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র। আটারি সীমান্ত দিয়ে বিদেশিদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা।
বর্তমানে দেশে নোভেল করোনায় আক্রান্তের সংখ্যা ৮১। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লাভ অগ্রবাল জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে ৬৪ জন ভারতীয়, ১৬ জন ইতালীয় এবং একজন কানাডার নাগরিক। ইতালি ফেরত করোনা আক্রান্তকে মানেসরে কোয়ারেন্টিন।
ভারতে করোনা-সতর্কতা জারি হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত ইন্দো-বাংলাদেশ ট্রেন-বাস বন্ধ। করোনা আতঙ্কে ৬ দেশ -- ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, দঃ কোরিয়া, শ্রীলঙ্কা-- ৩০ এপ্রিল পর্যন্ত এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিল।
আমাদের গ্রহ এখন নোভেল করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছে। সর্বস্তরে, সরকারি এবং সাধারণ মানুষ, সকলেই সাধ্যমত এর মোকাবিলার চেষ্টা করছে। দক্ষিণ এশিয়ায় বহু সংখ্যক মানুষ বাস করেন। তাঁরা যাতে সুস্থ থাকেন তার জন্য চেষ্টায় কোনও ত্রুটি থাকবে না। করনো আতঙ্কের প্রেক্ষিত সাধারণ মানুষকে আশ্বস্ত করতে ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
দেশে করোনা সংক্রমণ নিয়ে মোদি সরকারকে তোপ রাহুলের। ট্যুইটারে কংগ্রেস সাংসদ লিখেছেন, আবারও বলছি। করোনাভাইরাস বড় ধরনের সমস্যা। এই সমস্যাকে উপেক্ষা করাটা সমাধান নয়। কড়া পদক্ষেপ না নিলে ভারতীয় অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। সরকার এখনও সচেতন নয়। মন্তব্য রাহুলের।
করোনাভাইরাস নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রিয়ঙ্কা গাঁধী। কংগ্রেসের সাধারণ সম্পাদক ট্যুইটারে লিখেছেন, আজ ভারত সহ বিশ্বের সমস্ত দেশে করোনাভাইরাসের মহামারীর চেহারা নিয়েছে। একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা কয়েকটি ছোটখাটো সাবধানতা অবলম্বন করে রোগের সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারি। আসুন, সবাই একসঙ্গে মিলে এই পরিস্থিতির মোকাবিলা করি।
করোনা আতঙ্কে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও সতর্কতা। ভিড় এড়াতে বিধায়কদের সঙ্গে শুধু ১জন সহকারী। খুব প্রয়োজন ছাড়া স্কুলে না আসার পরামর্শ সাউথ পয়েন্টের। পরীক্ষা ছাড়া স্কুলে না আসার পরামর্শ সাউথ পয়েন্টের। সাউথ পয়েন্টের বার্ষিক অনুষ্ঠানও স্থগিত। সংক্রমণ এড়াতে সতর্কতা হিসেবে স্কুলে মাস্ক পরে যাচ্ছে পড়ুয়ারা। করোনা নিয়ে নজর রাখছে রাজ্য সরকার। রাজ্যের প্রতিটি স্কুলকে পাঠানো হয়েছে সতর্কবার্তা। বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।