বিয়ের অনুষ্ঠান মঞ্চে সিএএ, এনআরসি বিরোধিতা, আলোচনায় তৃণমূল নেতা-নেত্রীর বিয়ে
বসিরহাটের তৃণমূল নেতা-নেত্রীর বিয়েই এখন সংবাদ শিরোনামে।
সমীরণ পাল, বসিরহাট: বিয়ের আসরে সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জির বিরোধিতা। বসিরহাটের তৃণমূল নেতা-নেত্রীর এই বিয়েই এখন সংবাদ শিরোনামে।
বসিরহাটের তৃণমূল পরিচালিত পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ইলিয়াস সর্দার ও জেলা পরিষদের সদস্য তথা সরকারি আইনজীবী হোসনে আরা বুলবুল গত সপ্তাহেই বিয়ে করেন। শনিবার বধূবরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে আত্মীয় ও পরিবার পরিজনদের সংশোধিত নাগরিক আইন ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে সচেতন করতেই এমন অভিনব উদ্যোগ নিয়েছেন নবদম্পতি। অনুষ্ঠান বাড়িতে সিএএ, এনআরসি বিরোধী পোস্টার, ব্যানার তো ছিলই এমনকি মেনু কার্ডেও ছিল ‘নো এনআরসি’, ‘নো সিএএ’, ‘নো এনপিআর’ বার্তা। মূল মঞ্চের পিছনেই বড় হরফে লেখা ছিল ‘রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়। তাই কাগজ আমরা দেখাব না।’ যা দেখে নিমন্ত্রিতদের অনেকেই হতবাক। অনেকের মনেই প্রশ্ন, প্রচারের আলোতে আসতেই কি এমন পরিকল্পনা করেছেন ইলিয়াস ও বুলবুল?
যদিও বিবাহিত যুগল প্রতিজ্ঞাবদ্ধ, শুধু বিয়ের মঞ্চ থেকেই প্রতিবাদ নয় মানুষকে সচেতন করতে লাগাতার লড়াই চালিয়ে যাবেন তাঁরা। এমনকি গর্ভের সন্তানকেও এই একই পথ অনুসরণ করাবেন বলেও জানিয়েছেন বুলবুল।
প্রসঙ্গত সামনেই পৌরসভা নির্বাচন। মাস তিনেক আগে থেকে তার প্রচারও শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিয়ে, বধূবরণের মঞ্চে এমন সিএএ, এনআরসি বিরোধী প্রচার যে আসলে ভোটের বৈতরণী পার করার একটি রণকৌশল, সে কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক মহলেই এই বিষয়ে আলোচনা চলছে।