Corona India: চতুর্থ ঢেউয়ের আতঙ্কের মাঝেই কিছুটা কমল সংক্রমণ, কমল মৃত্যুও
Covid-19 Fourth Wave: এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৮৪৩ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৯ হাজার ৯২ জন।
নয়া দিল্লি: দেশে করোনায় (Coronavirus) দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ৩ হাজার পার। সামান্য কমল দৈনিক মৃত্যুর (Death=) সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৬৮৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫০।
এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৮৪৩ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৯ হাজার ৯২ জন। দেশে এখন সুস্থ হয়ে ওঠার হার ৯৮.৭৪ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ০.৭১ শতাংশ, সাপ্তাহিক পজিটিভিটি রেট ০.৬৮ শতাংশ। দেশে ভ্যাকসিনেশন হয়েছে ১৮৯ কোটি।
#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) May 1, 2022
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/PhCfSmXj3M pic.twitter.com/CemSooWpOY
এদিকে, দেশে কি কড়া নাড়ছে করোনার (Coronavirus) চতুর্থ ঢেউ (Fourth Wave)? উদ্বেগ বাড়িয়ে IIT কানপুরের (Kanpur) গবেষণা বলা হয়েছে, জুনেই (June) তা আছড়ে পড়তে পারে। শিখরে পৌঁছবে অগাস্টে (August)। তাণ্ডব চলতে পারে অক্টোবর (Octorber) পর্যন্ত। দেশে ফের করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে। বাড়ছে বিপদের আশঙ্কা। অথচ এখনও বহু সংখ্যক মানুষের মধ্যে নেই সচেতনতা। পদে পদে লঙ্ঘিত হচ্ছে কোভিড বিধি। এই উদাসীনতাই ফের বড়সড় বিপদের মুখে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামলাতে বিধি মানায় জোর দিচ্ছেন চিকিৎসকরা।
করোনার চতুর্থ ঢেউয়ের ক্ষেত্রে আফ্রিকার জিম্বাবোয়ের সঙ্গে ভারতের মিল পাচ্ছেন গবেষকরা। প্রশ্ন উঠেছে তাহলে কি দ্বিতীয় ঢেউয়ের মতো প্রাণঘাতী ও সংক্রামক হিসেবে আছড়ে পড়বে চতুর্থ ঢেউ? তৃতীয় ঢেউয়ের মতো ঝড়ের গতিতে ছড়াবে সংক্রমণ? রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায়, গত ৩১ মার্চ, রাত্রিকালীন বিধিনিষেধ তুলে দেয় রাজ্য সরকার। তারপর থেকে সময় যত এগিয়েছে, কোভিডবিধি পালনে দেখা দিয়েছে শিথিলতা।