এক্সপ্লোর
Advertisement
গরম জলে বেটাডিন দিয়ে ৩০ সেকেন্ড গার্গলে করোনা নিরাময়! দাবি সিঙ্গাপুরের গবেষকদের
জাপান সরকারও কিন্তু বিশ্বাস করে বেটাডিন করোনা নিরাময়ে কার্যকরী।
নয়াদিল্লি: গরম জলে বেটাডিন মিশিয়ে আধ মিনিট গার্গল করলেই প্রায় নির্মূল করে দেওয়া যায় করোনার জীবাণুকে! কোভিড নিরাময় নিয়ে নয়া এক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। সিঙ্গাপুরের ডিউক-এনএসএস মেডিক্যাল স্কুলের তরফে বলা হচ্ছে, বেটাডিন অ্যান্টিসেপটিক কোভিড-১৯-এর সংক্রমণ রুখতে কার্যকর। ৮ জুলাই এ বিষয়ে একটি গবেষণা রিপোর্ট প্রথম প্রকাশিত হয় 'ইনফেকশাস ডিজিজ অ্যান্ড থেরাপি' জার্নালে।
গবেষণায় উল্লেখ করা হয়েছে, বেটাডিনের মতো অ্যান্টিসেপটিক ওষুধ ৩০ সেকেন্ডের মধ্যে ৯৯.৯% করোনভাইরাস ধ্বংস করতে পারে। চিকিত্সায় টপিক্যাল অ্যান্টিসেপটিক হিসেবে বেটাডিন ব্যবহার করা হয়। এর মধ্যে পোভিডোন-আয়োডিন উপাদান রয়েছে। এই সলিউশন প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে বলে সিঙ্গাপুরের গবেষকেরা জানিয়েছেন। যে কারণে বিভিন্ন হাসপাতালেও এখন এই ওষুধটির ব্যবহার শুরু হয়েছে। বিশেষত চিকিত্সক-সহ সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের বেটাডিন ব্যবহার করতে বলা হচ্ছে।
সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা শুধু নন, জাপান সরকারও কিন্তু বিশ্বাস করে বেটাডিন করোনা নিরাময়ে কার্যকরী। জাপানের গভর্নর ওসাকা বেটাডিনকে সার্স-সিওভি-২'এর ওষুধ হিসাবে অনেক আগেই প্রচার শুরু করেন। জাপানি গবেষকেরা ৪১ কোভিড রোগীর উপর বেটাডিন প্রয়োগ করে দেখেন। এঁদের প্রত্যেকের হালকা উপসর্গ ছিল। জলে পোভিডোন-আয়োডিন মিশিয়ে, আক্রান্তদের দিনে চারবার করে গার্গল করানো হয়। দেখা যায় আশাতীত ফল মিলেছে।
তবে বিটাডিন নিয়ে এই গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে মনে করছেন গবেষক ও বিশেষজ্ঞরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement