এক্সপ্লোর
Advertisement
করোনার ফলে কমে যাচ্ছে যৌন হরমোন, সেই কারণেই পুরুষদের মৃত্যু বেশি, বলছে গবেষণা
তুরস্কের মার্সিন বিশ্ববিদ্যালয় ও এবং মার্সিন শহরের শিক্ষা ও গবেষণা হাসপাতালের পক্ষ থেকে এই গবেষণা করা হয়েছে।
নয়াদিল্লি: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ফলে পুরুষদের শরীরে যৌন হরমোনের মাত্রা কমে যাচ্ছে। এর ফলে মহিলাদের তুলনায় বেশি পুরুষের মৃত্যু হচ্ছে। একটি গবেষণায় এমনই দাবি করা হয়েছে।
তুরস্কের মার্সিন বিশ্ববিদ্যালয় ও এবং মার্সিন শহরের শিক্ষা ও গবেষণা হাসপাতালের পক্ষ থেকে এই গবেষণা করা হয়েছে। একটি সাময়িক পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই গবেষণার ফল। তাতে গবেষকরা বলছেন, ‘আমাদের গবেষণায় প্রথমবার দেখা গিয়েছে, করোনা আক্রান্ত পুরুষদের শরীরে যৌন হরমোনের মাত্রা কমে যাচ্ছে। এর ফলে যে রোগীরা আইসিইউ-তে আছেন, তাঁদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং মৃত্যুর হারও বাড়ছে। এতদিন মনে করা হচ্ছিল, শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্যই পুরুষদের শরীরে যৌন হরমোন কমে যাচ্ছে। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে, করোনা আক্রান্ত হওয়ার ফলেই পুরুষদের শরীরে যৌন হরমোনের মাত্রা কমে যাচ্ছে।’
গবেষকরা আরও জানিয়েছেন, ‘৪৩৮ জন করোনা আক্রান্তের উপর গবেষণা চালানো হয়েছে। তাঁদের মধ্যে ২৩২ জন পুরুষ। ভবিষ্যতে আরও গবেষণা চালানো হবে। তাতে নিশ্চয়ই এ বিষয়ে আরও অনেক তথ্য জানা যাবে। পুরুষদের শরীরের শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে যুক্ত যৌন হরমোন। ফলে পুরুষদের শরীরে যৌন হরমোন কমে গেলে শ্বাসযন্ত্রে সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পায়। আমাদের গবেষণায় এই সংক্রান্ত চিকিৎসার বিষয়েও নতুন দিশা দেখানোর চেষ্টা করা হচ্ছে। গবেষণা সফল হলে শুধু করোনা আক্রান্ত পুরুষদেরই না, সব ধরনের রোগীরই উপকার হবে।’
পুরুষদের ৪০ বছর বয়সের পর থেকে শরীরে যৌন হরমোন প্রতি বছর গড়ে ০.৮ শতাংশ থেকে ২ শতাংশ পর্যন্ত কমে যেতে থাকে। করোনা আক্রান্ত হয়ে যাঁদের মৃত্যু হচ্ছে, তাঁদের একটা বড় অংশ প্রৌঢ় বা বৃদ্ধ। ভারতে করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের ৬৯ শতাংশই পুরুষ। এই পরিসংখ্যানই গবেষকদের দাবির সত্যতা প্রমাণ করছে। গবেষকরা বলছেন, পুরুষদের শরীরে যখন যৌন সংক্রমণের মাত্রা অনেকটা কমে যায়, তখনই মৃত্যুর আশঙ্কা সবচেয়ে বেশি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement