এক্সপ্লোর
Advertisement
কোটার সরকারি হাসপাতালে এক সপ্তাহে মৃত্যু ১২ শিশুর, রাজস্থানের মুখ্যমন্ত্রীকে সংবেদনশীল হওয়ার আর্জি লোকসভার স্পিকারের
কোটা থেকেই সাংসদ নির্বাচিত হয়েছেন লোকসভার স্পিকার। স্বাভাবিকভাবেই তিনি শিশুমৃত্যু নিয়ে উদ্বিগ্ন।
নয়াদিল্লি: রাজস্থানের কোটার জে কে লোন হাসপাতালে এক সপ্তাহে মৃত্যু হল ১২টি শিশুর। এ মাসের ২৪ তারিখ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৭টি শিশুর। চলতি বছরে মৃত্যু হয়েছে ৯৪০টি শিশুর। শুক্রবারই দু’টি শিশুর মৃত্যু হয়েছে। কিন্তু তা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুমৃত্যুর এই হার অস্বাভাবিক নয়। এই পরিস্থিতিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকে সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি মোকাবিলা করার আর্জি জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
राजस्थान के मुख्यमंत्री @ashokgehlot51 को पत्र लिख कर नवजात शिशुओं की असमय मृत्यु के मामले की संवेदनशीलता को समझते हुए पर्याप्त चिकित्सकीय इंतजाम किये जाए@PMOIndia@RajGovOfficial
— Om Birla (@ombirlakota) December 27, 2019
হাসপাতাল সূত্রে খবর, ২৩ থেকে ২৪ তারিখের মধ্যে যে ১০টি শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে পাঁচটি নবজাতক ছিল। বাকি পাঁচটি শিশুর বয়স ছিল এক বছরের মধ্যে। গহলৌতের নির্দেশে হাসপাতালে যান স্বাস্থ্যসচিব বৈভব গলরিয়া। তিনি প্রাথমিক তদন্তের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। এই তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্তে কোনও চিকিৎসকের গাফিলতি প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজস্থানের স্বাস্থ্যসচিব।
কোটা থেকেই সাংসদ নির্বাচিত হয়েছেন লোকসভার স্পিকার। স্বাভাবিকভাবেই তিনি শিশুমৃত্যু নিয়ে উদ্বিগ্ন। ট্যুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
হাসপাতালের সুপার এইচ এল মীনার অবশ্য দাবি, শিশুমৃত্যুর জন্য চিকিৎসকদের গাফিলতি দায়ী নয়। চিকিৎসক অমৃতলাল বৈরওয়ার দাবি, প্রতিদিন তিনজনের মধ্যে একজন শিশুর মৃত্যু হয়। কারণ, গুরুতর অসুস্থ অবস্থায় বিভিন্ন জায়গা থেকে শিশুদের আনা হয় এই হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছেন কোটার জেলাশাসক ওম কাসেরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement