এক্সপ্লোর
মাদক পাচারের দায়ে জেল হয়েছিল দিল্লি গুলিকাণ্ডে ধৃত শাহরুখ পঠানের বাবার, খবর দিল্লি পুলিশ সূত্রে
শাহরুখ টিকটক ভিডিও বানাত। তার মডেল হওয়ার বাসনা ছিল।
নয়াদিল্লি: মৌজপুরে হিংসা চলাকালীন দিল্লির পুলিশ কনস্টেবল দীপক দাহিয়ার দিকে বন্দুক তাক করা যুবক শাহরুখ পঠানের বাবার মাদক পাচারের দায়ে জেল হয়েছিল। দিল্লি পুলিশ সূত্রে এমনই খবর। তদন্তকারীরা আরও জানিয়েছেন, উত্তরপ্রদেশের বরেলিতে বাবার এক বন্ধুর বাড়িতে লুকিয়েছিল শাহরুখ। যে তাকে আশ্রয় দিয়েছিল, সে নিজেও মাদক পাচারকারী। আজ উত্তরপ্রদেশের শামলি থেকে গ্রেফতার করা হয়েছে শাহরুখকে। তাকে জেরা করে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিশেষ তদন্তকারী দলের (সিট) এক সদস্য।
গত ২৪ ফেব্রুয়ারি জাফরাবাদ-মৌজপুর রোডে দেশী পিস্তল হাতে দেখা যায় শাহরুখকে। সে শুধু বন্দুক তাকই করেনি, আট রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই গা ঢাকা দেয় এই যুবক। তার খোঁজে তল্লাশি শুরু করে দিল্লি পুলিশ। তাকে ধরতে দিল্লি পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ ও দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের দু’টি দল গঠন করা হয়। দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। শেষপর্যন্ত আজ শামলি থেকে শাহরুখকে পাকড়াও করে এ কে সিংলার নেতৃত্বাধীন ক্রাইম ব্র্যাঞ্চের দল। জানা গিয়েছে, শামলিতে গত ৫-৬ দিন ধরে লুকিয়েছিল শাহরুখ।
দিল্লি পুলিশ সূত্রে খবর, জাফরাবাদের উসমানপুর থানা এলাকার ৫ নম্বর অরবিন্দ নগরের বাসিন্দা শাহরুখ। তার বাবা শাবর পঠানের দিল্লিতে বসবাস শুরু ১৯৮৫ সালে। শাহরুখ টিকটক ভিডিও বানাত। তার মডেল হওয়ার বাসনা ছিল। কিন্তু সে জড়িয়ে পড়ল অপরাধের সঙ্গে। কে তাকে পিস্তল দিয়েছিল, কে তাকে হিংসার সময় গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, কেন সে শামলি গিয়েছিল, তার পরিবারের আর কার কাছে পিস্তল রাখার খবর ছিল, সেসব জানার জন্য জেরা করা হবে বলে জানিয়েছেন এক তদন্তকারী আধিকারিক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement