স্যানিটাইজারের পিছনে ছুটবেন না, ঠাকুমার সাবানই হাত পরিষ্কারের জন্য সবচেয়ে ভাল, ট্যুইট স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘পোষা কুকুর-বিড়ালের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়, এই ধারণা ভুল। তবে পোষ্যর সঙ্গে খেলার পর সাবান ও জল দিয়ে ভাল করে হাত ধোয়া উচিত। তাহলে কোনও ঝুঁকি থাকে না।’
![স্যানিটাইজারের পিছনে ছুটবেন না, ঠাকুমার সাবানই হাত পরিষ্কারের জন্য সবচেয়ে ভাল, ট্যুইট স্বাস্থ্যমন্ত্রীর Do not chase the Sanitizer, Grandmas soap bar is better , tweet of Harsh Vardhan স্যানিটাইজারের পিছনে ছুটবেন না, ঠাকুমার সাবানই হাত পরিষ্কারের জন্য সবচেয়ে ভাল, ট্যুইট স্বাস্থ্যমন্ত্রীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/16011242/harshvardhan.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Don’t chase the Sanitizer
Grandma’s soap bar is better !
Alcohol-based Sanitizers are effective, but soap & water is a highly efficient way of killing the virus#coronavirus can be active outside the body for hours
Sanitizers are good, but nothing compared to a soap & water wash pic.twitter.com/47tevvWcN5
— Dr Harsh Vardhan (@drharshvardhan) March 14, 2020
স্বাস্থ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘করোনা ভাইরাস ঠেকাতে রোজ অনেকবার করে হাত ধুতে হবে। আপনারা কি সংক্রমণ ঠেকানোর জন্য সাবান ও জল দিয়ে হাত ধোয়ার পিছনের বিজ্ঞানের বিষয়টি জানেন? জীবাণুকে নিষ্ক্রিয় করে দেয় সাবান। তাই সবারই সাবান দিয়ে হাত ধোয়া উচিত।’
Wash hands many times a day
To keep Corona virus at bay!
Do you know the science behind washing hands with soap & water to kill #coronavirus ?
The virus is a self-assembled nanoparticle with weakest link being the lipid bilayer
Soap dissolves the fat membrane, turns it inactive pic.twitter.com/Ynl3ZbBKzf
— Dr Harsh Vardhan (@drharshvardhan) March 14, 2020
স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘পোষা কুকুর-বিড়ালের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়, এই ধারণা ভুল। তবে পোষ্যর সঙ্গে খেলার পর সাবান ও জল দিয়ে ভাল করে হাত ধোয়া উচিত। তাহলে কোনও ঝুঁকি থাকে না।’
MYTH BUSTERS on #COVID2019
There is NO EVIDENCE that PETS such as dogs & cats can transmit #COVIDー19 !
It’s still a good idea to wash your hands well with soap & water after playing with your pets ! #CoronaOutbreak #SayNo2Panic #SayYes2Precautions #HelpUsToHelpYou pic.twitter.com/3XdQdzGLGc
— Dr Harsh Vardhan (@drharshvardhan) March 15, 2020
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)