এক্সপ্লোর
Advertisement
চালক অসুস্থ, নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে রোগীকে হাসপাতালে নিয়ে গেলেন চিকিৎসক
চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন এক বয়স্ক করোনাভাইরাস আক্রান্তের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কিন্তু চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্স চালকও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রোগীকে অবিলম্বে কোনও হাসপাতালে নিয়ে যেতে হবে।
পুনে: চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন এক বয়স্ক করোনাভাইরাস আক্রান্তের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কিন্তু চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্স চালকও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রোগীকে অবিলম্বে কোনও হাসপাতালে নিয়ে যেতে হবে। এই অবস্থায় নিজেই অ্যাম্বুলেন্সে চালকের আসনে বসে পড়লেন চিকিৎসক। অ্যাম্বুলেন্স চালিয়ে রোগীকে পৌঁছে দিলেন হাসপাতালে। এভাবে ৭১ বছরের ওই রোগীর ত্রাতা হয়ে উঠলেন ৩০ বছরের চিকিৎসক রজনীত নিকম। ওই রোগী যাতে জরুরি চিকিৎসা পান, সেজন্য অন্য আর এক চিকিৎসক রাজেন্দ্র রাজ পুরোহিতকে নিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে নিয়ে গেলেন নিকম।
চিকিৎসা কেন্দ্রে ওই রোগীর অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। ওই রোগী নিকমের অধীনেই চিকিৎসাধীন ছিলেন। পুনের মার্কেট ইয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটেছে। নিকম বলেন, সোমবার দুপুর দুটো নাগাদ জরুরি একটি কলে জানতে পারি, ওই বয়স্ক রোগীর অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটাই কমে গিয়েছে। সিনিয়র চিকিৎসকদের সঙ্গে পরামর্শের পর আমি তাঁকে বড় কোনও হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিই।
নিকম জানিয়েছেন, তাঁদের চিকিৎসা কেন্দ্রের নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে। কিন্তু কিন্তু মাত্র কয়েক ঘন্টা আগে তার চালক অসুস্থ হয়ে পড়েন। তাঁর স্যালাইন চলছিল। এই অবস্থায় অন্যত্র অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য যোগাযোগ করেন তিনি। কিন্তু অন্য কোনও অ্যাম্বুলেন্স না পাওয়ায় সহকর্মী চিকিত্সককে নিয়ে নিজেই অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরেন নিকম। প্রথমে কয়েকটি হাসপাতাল ঘুরে আইসিইউ বেড পাননি তাঁরা। পরে একটি বেসরকারি হাসপাতালে বেড পাওয়ায় সেখানে রোগীকে ভর্তি করা হয়।
পার্বতী এলাকায় নিজস্ব ক্লিনিক রয়েছে বিএইচএমএস চিকিৎসক নিকমের। তিনি জানিয়েছেন, তাঁদের একটি ফোরাম রয়েছে। সেই ফোরামের সদস্য চিকিত্সকরা মার্কেট ইয়ার্ডের কোভিড কেয়ার সেন্টারে পরিষেবা দেন।
বর্তমানে ওই রোগীীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন নিকম। নিকমের প্রশংসায় পঞ্চমুখ ওই রোগীর ছেলে। তিনি বলেছেন, নিকম ও পুরোহিতদের মতো চিকিৎসকই প্রকৃত 'করোনা যোদ্ধা'।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement