এক্সপ্লোর
Advertisement
একজনকে কামড়াল পোষা কুকুর, চম্পট নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের
সাগর (মধ্যপ্রদেশ): মালকিনের ধর্ষণকারী বলে অভিযুক্তকে কামড়ে দিল পোষ্য সারমেয়। মধ্যপ্রদেশের সাগর জেলার কারিলা গ্রামে কয়েকদিন আগে রাতে ১৪ বছরের মেয়েটিকে দুজন ধর্ষণ করে বলে অভিযোগ। তাদেরই একজনকে কামড়ে দেয় তার পোষা কুকুর। মোতিনগর থানার ইনচার্জ বিপিন তামরাকার জানান, ওই নাবালিকা মশা তাড়ানোর জন্য ধুয়ো দিতে খড়বিচালি আনতে অন্ধকারে বাড়ির বাইরে বেরিয়েছিল। তখনই আইশু আহিরওয়ার (৩৯) ও পুনিত আহিরওয়ার (২৪) নামে দুজন তাকে ছুরি বের করে ভয় দেখিয়ে পাশের একটি পরিত্যক্ত কুঁড়েঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটির আর্তনাদ শুনে তার পোষা কুকুরটি সেখানে ছুটে এসে আইশুর পায়ে কামড় বসিয়ে দেয়। মেয়েটিকে উদ্ধৃত করে পুলিশ অফিসার জানান, কামড় খেয়ে পাল্টা কুকুরটিকে ছুরি মারে আইশু। তবুও চিত্কার থামায়নি কুকুরটি। ততক্ষণে মেয়েটি নির্যাতনকারীদের কবল থেকে নিজেকে মুক্ত করে দৌড়ে বাড়ি ফিরে আসে। তার বাড়ির লোকজনের হইচই, কুকুরটির চিত্কার শুনে প্রতিবেশীরাও কুঁড়েঘরে চলে আসেন। বিপদ বুঝে চম্পট দেয় অভিযুক্তরা।
মেয়েটির পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে দুজনকেই গ্রেফতার করা হয়। তাদের ভারতীয় দণ্ডবিধির নানা ধারা ও শিশুদের যৌন নির্যাতন থেকে রক্ষা করার পকসো আইনে ধর্ষণ ও অপহরণে অভিযুক্ত করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement