এক্সপ্লোর
Advertisement
'মা সন্তানদের চেনেন, সন্তানরাও মা-কে, বিজেপির দুর্গাপুজো-রাজনীতি করে কিস্যু হবে না, খোঁচা পার্থর
এবার EZCC-র দুর্গাপুজোর সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে বিজেপি। লক্ষ্য জনসংযোগ! এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করতে চলেছেন খোদ নরেন্দ্র মোদি।
কলকাতা: পাখির চোখ ২০২১। আর দলমত নির্বিশেষে এটুকু সকলেরই জানা, বাঙালির মনের অন্দরে প্রবেশ করতে দুর্গাপুজোর থেকে বড় হাতিয়ার আর কিছুই হতে পারে না। করোনার চোখরাঙানি সত্ত্বেও দুর্গাপুজোয় যে বাঙালি আবেগ সামলাতে পারে না, তার প্রমাণ মিলছে বাজারগুলিতেই। এই আবেগকে কাজে লাগিয়েই ২১-এর লড়াইয়ে আরও একটু এগিয়ে থাকতেই সম্ভবত চাইছে গেরুয়া শিবির।
এবার EZCC-র দুর্গাপুজোর সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে বিজেপি। লক্ষ্য জনসংযোগ! এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করতে চলেছেন খোদ নরেন্দ্র মোদি। বিধানসভা ভোটের আগে এই উদ্যোগ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তবে, দিলীপ ঘোষ আবার সরাসরি দলকে দুর্গাপুজোর আয়োজনের সঙ্গে জুড়তে নারাজ। এতকিছুর পরও তিনি বলছেন, দল দুর্গাপুজো করছে, এমনকিছু তিনি জানেনই না।
গতবছর সল্টলেকের বি জে ব্লকে দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন অমিত শাহ। বিধানসভা ভোটের আগে, এবার বাঙালির আবেগকে হাতিয়ার করতে এবার একটি দুর্গাপুজোর সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে বিজেপি। পুজোটি হবে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা EZCC-তে। ইতিমধ্যে পুজোর অনুমতি দেওয়া হয়েছে। EZCC-র তরফেও জানানো হয়েছে, দুর্গাপুজোর জন্য ১৭ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সেখানে ভারতীয়ম কালচারাল মাল্টিপ্লেক্স বুক করেছে রাজ্য বিজেপি।
ভার্চুয়াল মাধ্যমে এই পুজোর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি ২২ অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর দিন। রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, এই প্রথম দুর্গাপুজোর উদ্যোগ নিচ্ছে বিজেপি। চণ্ডীপাঠ করবেন সম্বিত পাত্র। তিনি হাজির থাকবেন মণ্ডপেই। স্তোত্রপাঠ করবেন সশরীরে থেকে। হয়ত বা জে পি নাড্ডাও হাজির থাকবেন।
তবে বিজেপির এই উদ্যোগকে আমল দিতে নারাজ বিজেপি। তিনি বলেন, তৃণমূলের বিভিন্ন ব্যক্তিত্ব বহু আগে থেকেই পুজোর সঙ্গে যুক্ত। কিন্তু বিজেপি রাজনীতি করার জন্য পুজো করছে দাবি তৃণমূল কংগ্রেসের মহাসচিবের। তিনি বলেন, মা সন্তানদের চেনেন। সন্তানরাও মা-কে চেনে।
যদিও,বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আবার সরাসরি দলকে দুর্গাপুজোর আয়োজনের সঙ্গে জুড়তে নারাজ। তাঁর দাবি, প্রধানমন্ত্রী বোধনে বার্তা দিচ্ছেন ঠিকই, কিন্তু পার্টি কোনও পুজো করছে না। এই প্রসঙ্গে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলছেন, 'এর পিছনে কোনও রাজনীতি নেই। আমাদের অনেকদিন ধরেই ইচ্ছা ছিল পুজো করার।এবার তা করা হবে।'
এদিকে, আগামী সোমবার অর্থাৎ চতুর্থীতে উত্তরবঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা! কোনওভাবে কলকাতায় দুর্গা পুজোর সময় তাঁকে আনা যায় কি না, রাজ্য নেতৃত্ব, সেই চেষ্টা করছে বলে বিজেপি সূত্রে খবর। যদিও, বাম-কংগ্রেস কটাক্ষের সুরে বলছে, বিজেপি দেবী দুর্গার পুজো করে না, ভোট-পুজো করে।
এদিকে আবার ‘বঙ্গ জীবনের অঙ্গ রাম’ স্লোগান তুলে পুজোয় নামছে বিশ্ব হিন্দু পরিষদ। করোনা-আবহে দুর্গাপুজো নিউ-নর্ম্যাল। তবে পুজো নিয়ে রাজনীতির নতুন রঙ দেখছে বাংলা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement