এক্সপ্লোর
Advertisement
অসমে রাত ১০টায় বন্ধ পুজো মণ্ডপে, মাস্ক-স্যানিটাইজার বাধ্যতামূলক, করোনা টেস্ট পূজারীদেরও
পুজোর সঙ্গে যাঁরা সরাসরি যুক্ত থাকবেন, তাঁদের পঞ্চমী ও দশমীর দিন করোনা পরীক্ষা করাতে হবে।
গুয়াহাটি: দুর্গাপুজো নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল অসম সরকার। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, পুজো মণ্ডপের সবদিক খোলা রাখতে হবে, ঢোকা ও বেরনোর পথ আলাদা করতে হবে, প্যান্ডেলে আরতি করা যাবে, তবে কোনওরকম সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রতিযোগিতা আয়োজন করা যাবে না, রাত ১০টার পর কোনও দর্শনার্থীকে মণ্ডপে ঢুকতে দেওয়া যাবে না। এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, সব পুজো কমিটিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে হবে।
অসম সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পুজো কমিটির সব সদস্য, পুরোহিত সহ পুজোর সঙ্গে যাঁরা সরাসরি যুক্ত থাকবেন, পঞ্চমীর দিন তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করাতে হবে। দশমীর দিন তাঁদের ফের করোনা পরীক্ষা করাতে হবে। তাঁরা কেউ সংক্রমিত হয়েছেন কি না, সেটার দিকে নজর রাখতে হবে জেলা প্রশাসনকে। ঠাকুর বিসর্জনে ভিড় করা যাবে না। জনসমাগম এড়ানোর জন্য দু-তিনদিন ধরে বিসর্জনের ব্যবস্থা করতে হবে জেলা প্রশাসনকে। পুজোর দিনগুলিতে রাত ৯টার মধ্যেই সব রেস্তোরাঁ বন্ধ করে দিতে হবে।
অসমের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আমি আশ্বস্ত করছি, অসমে করোনার প্রকোপ ধীরে ধীরে কমে আসছে। পুজোর সময় মানুষ যদি সতর্ক থাকেন, তাহলে আশা করি পরিস্থিতির উন্নতি হবে। করোনা সংক্রমণ রুখতে পুজো মণ্ডপে সবাইকে মাস্ক পরে থাকতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement