এক্সপ্লোর
পুজো অনুমতি মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ 'ফোরাম ফর দুর্গোৎসব'
জরুরি ভিত্তিতে শুনানির আবেদন

কলকাতা: পুজো অনুমতি মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আজ হাইকোর্টের দ্বারস্থ ফোরাম ফর দুর্গোৎসব। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন।
করোনা সংক্রমণ-বৃদ্ধির আশঙ্কায় গতকাল ঐতিহাসিক রায় দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, দর্শকশূন্য থাকবে রাজ্যের সব পুজো মণ্ডপ। প্রতিটি পুজো মণ্ডপ নো এন্ট্রি জোন হিসেবে গণ্য হবে। পুজোর এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে নো-এন্ট্রি বোর্ড লাগাতে হবে।
এই নির্দেশের প্রেক্ষিতে রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আজ ফের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে আবেদন জানিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















