রেল হোটেল দুর্নীতি মামলায় লালুপ্রসাদ, রাবড়ি, তেজস্বীর বিরুদ্ধে চার্জশিট দাখিল ইডি-র
নয়াদিল্লি: আইআরসিটিসি হোটেল বণ্টন সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং অন্যান্যদের বিরুদ্ধে প্রথম চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, লালু-রাবড়ি ছাড়াও ওই চার্জশিটে নাম রয়েছে আরজেডি সুপ্রিমোর ছেলে তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, দলের সহকর্মী পি সি গুপ্ত ও তাঁর স্ত্রী সরলা গুপ্ত, লালা ফার্ম নামের একটি সংস্থা এবং আরও ১০ জনের।
ইডি-র দাবি, পুরী ও রাঁচিতে রেলের দুটি হোটেলকে সুজাতা হোটেলের প্রাইভেট লিমিটেড নামক সংস্থার কাছে সাব-লিজ দেওয়ার জন্য নিজেদের পদ ও ক্ষমতার অপব্যবহার করেছিলেন লালুপ্রসাদ ও আইআরসিটিসি আধিকারিকরা।
এর পরিবর্তে পটনার অভিজাত জায়গায় একটি জমি পি সি গুপ্তর মালিকানাধীন সংস্থা ডিলাইট মার্কেটিংয়ের নামে করা হয়, সেই সময়ের বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে। পরবর্তীকালে, ওই জমি নামমাত্র দামে রাবড়ি ও তেজস্বীর নামে হস্তান্তরিত হয়।
ইডি জানিয়েছে, এখনও পর্যন্ত এই মামলায় ৪৪ কোটি টাকার সম্পত্তি ক্রোক করা হয়েছে। একই মামলায় ইতিমধ্যেই চার্জশিট দাখিল করেছে সিবিআই।