এক্সপ্লোর
মাটি ছোঁয়ার আগেই শেষ তেল, ঠান্ডা মাথায় ৩৭০ জন যাত্রীর প্রাণ বাঁচালেন এয়ার ইন্ডিয়া পাইলট

নিউ ইয়র্ক: খারাপ আবহাওয়ার কারণে ল্যান্ডিং করা যাচ্ছে না, ফুরিয়ে গিয়েছে তেল। আবার তিনটে ইন্স্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম রিসিভারও কাজ করছে না, ফলে বেশিক্ষণ বিমানকে শূন্যে রাখা সম্ভব নয়। এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ৩৭০ জন যাত্রীকে নিরাপদে অবতরণ করালেন এয়ার ইন্ডিয়ার এক পাইলট। নিউ ইয়র্কের জে এফ কেনেডি বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে।
দিল্লি থেকে নিউ ইয়র্ক রওনা দেয় এ-১০১ নামে এয়ার ইন্ডিয়ার বিমানটি। ১১ তারিখ ১৪ ঘণ্টা সফরের পর ল্যান্ডিংয়ের আগে বিমানটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। অথচ আবহাওয়া খারাপ থাকায় ল্যান্ডিং করা যাচ্ছিল না, আকাশে থাকতে থাকতে ফুরিয়ে যায় তেল। এই পরিস্থিতিতে পাইলট মাথা ঠান্ডা রেখে নিউ ইয়র্ক ট্রাফিক কন্ট্রোলে বিষয়টা জানান। বলেন, তেল যেমন নেই, তেমনই তিনটে ইন্স্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম রিসিভার খারাপ হয়ে যাওয়ায় বেশিক্ষণ বিমান আকাশে ভাসানো যাবে না।
ট্রাফিক কন্ট্রোল তাঁকে জরুরি ভিত্তিতে সাহায্য করার কথা বলে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তারাও বিশেষ কিছু করে উঠতে পারছিল না। পরিস্থিতির গুরুত্ব বুঝে নিউ ইয়র্কেরই অন্য বিমানবন্দরে তারা বিমানটি নামানোর কথা বলে। কিন্তু অন্যত্র যাওয়ার মত তেল বিমানে ছিল না। তখন পাইলট সফলভাবে ম্যানুয়াল ল্যান্ডিং করান।
কীভাবে ঘটল এত বড় প্রযুক্তিগত ত্রুটি? এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
