এক্সপ্লোর

কোভিড-১৯: কী এই র‌্যাপিড অ্যান্টিবডি ব্লাড টেস্ট? ব্যাখ্যা করলেন ভাইরোলজিস্ট

র‌্যাপিড অ্যান্টিবডি পরীক্ষা দ্রুত হয় এবং একইসঙ্গে তা সহজ ও কম খরচের।

নয়াদিল্লি: দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০০ পার করার পর, কোভিড-১৯ নির্ণয় করতে র‌্যাপিড অ্যান্টিবডি ব্লাড টেস্ট করার পক্ষে জোরালো সওয়াল করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ও কেন্দ্র। সম্প্রতি, এই মর্মে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে চিঠি লিখে পরামর্শ দিয়েছে আইসিএমআর। সেখানে বলা হয়েছে, খুব শীঘ্রই কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় র‌্যাপিড টেস্ট কিট সরবরাহ করা হবে।

আইসিএমআর-এর মতে, র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টিং প্রাথমিকভাবে শুরু হবে কন্টেইনমেন্ট জোন -- যেমন বড় উদ্বাস্তু ও শরণার্থী শিবিরে। এখনও পর্যন্ত ভারত কেবল আরটি-পিসিআর (নাক বা গলা থেকে রস) সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। কিন্তু, এই পরীক্ষাগুলির খরচ বেশি এবং সময়সাপেক্ষও বটে। অন্যদিকে, র‌্যাপিড অ্যান্টিবডি পরীক্ষা দ্রুত হয় এবং একইসঙ্গে তা সহজ ও কম খরচের।

কিন্তু, কী এই র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট? কী করে করা হয় এই পরীক্ষা? কী করেই বা এই পরীক্ষার মাধ্যমে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও মোকাবিলা করা সম্ভব হবে ? ভাইরোলজিস্ট চিকিৎসক শাহিদ জামিল গোটা বিষয়টা ব্যাখ্যা করেছেন। তিনি বলেন,

" যখন আপনি কোনও ভাইরাস বা অন্য কোনও জীবাণু শরীরে প্রবেশ করলে, শরীর প্রথমেই প্রতিক্রিয়া শুরু করে দেয়। সেই সময় শরীরে তৈরি হয় অ্যান্টিবডি, যা ওই ভাইরাস বা জীবাণুর মোকাবিলা করে। "
-

তিনি জানান, র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে রক্তের নমুনায় আইজিজি অ্যান্টিবডির মাত্রা পরীক্ষা করে দেখা হয়। আঙুলের ডগায় সুঁচ ফুটিয়েই ওই পরীক্ষা করা সম্ভব। কোনও রোগী যিনি আগে পরীক্ষা করাতে পারেননি, বা কেউ যিনি নিজেই সেরে উঠেছেন-- অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে তাঁদের চিহ্নিতকরণ সম্ভব। এর মাধ্যমে সরকারের হাতে তথ্য আসবে যে জনসংখ্যার কতজন আদপে সংক্রমিত হয়েছেন বা হয়েছিলেন।

যদিও, তিনি একইসঙ্গে জানিয়ে রাখেন, কোভিড নির্ণয়ের অব্যর্থ মাধ্য়ম হিসেবে গণ্য করা যাবে না র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টকে। তিনি বলেন,

" র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট শুধুমাত্র তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য যাঁদের ইতিমধ্যেই উপসর্গ দেখা দিতে শুরু করেছে। নেগেটিভ অ্যান্টিবডি টেস্ট হলেই যে আপনার মধ্যে কিছু নেই এটা বলা যাবে না। সেক্ষেত্রে পিসিআর টেস্টই যথার্থ উপায়। "
-

পাশাপাশি, এই টেস্টের মাধ্যমে সংক্রমণের প্রথম দিকের উপসর্গ ধরা পড়ে না। অর্থাৎ, যাঁদের মধ্যে এখনও উপসর্গ দেখা দেয়নি বা যাঁদের দু-একদিনের জন্য উপসর্গ দেখা দিয়েছিল-- এসব ক্ষেত্রে র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট ততটা নির্ভরযোগ্য নয়। কারণ, এসব ক্ষেত্রে র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টে কিছুই ধরা পড়বে না।

তিনি বোঝালেন, "র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট মূলত স্ক্রিনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করার জন্যই প্রস্তাব দেওয়া হয়েছে। কারণ, জনসংখ্যার কত শতাংশ এই ভাইরাসে আক্রান্ত তার একটা আন্দাজ মিলবে। সেই তথ্য না পেলে কার্যকর জনস্বাস্থ্য পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। অর্থাৎ, এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করাও দুঃসাধ্যের হবে।"

পিসিআর পরীক্ষায় কীভাবে ধরা পড়ে ভাইরাস? শাহিদ জামিল বলেন,

" সংক্রমণের প্রথম দিন থেকে ১৪ দিন পর্যন্ত নাসোফেরেঞ্জিয়াল সোয়াব(লালারস)-এর পিসিআর পরীক্ষায় পজিটিভ ধরা পড়ার সম্ভাবনা বেশি। উপসর্গ দেখা দিলেই এই পরীক্ষা করা হয়। কারণ, তার আগে, এটা বলা ভীষণ কঠিন কার মধ্যে এই ভাইরাসের সংক্রমণ রয়েছে। অন্যদিকে, স্পুটাম (থুতুর) পরীক্ষা প্রথম থেকে ৩৩ দিন পর্যন্ত পজিটিভ রিপোর্ট মেলে। আবার স্টুল (মল) পরীক্ষার ক্ষেত্রে ২০ দিন পর্যন্ত পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। "
-

তবে, এর মধ্যে কিছু শর্ত রয়েছে। প্রথমত, মলের মধ্য দিয়ে খুব বেশি ভাইরাস যায় না। মল সংক্রমণের সূত্র হলেও, বেশিরভাগ ভাইরাস সংক্রমিত হয় লালারস ও থুতুর মাধ্যমে। আবার, এমনও হতে পারে, অনেকের লালারসের পরীক্ষা নেগেটিভ এলেও থুতুর পরীক্ষা পজিটিভ এসেছে।

গত ৪ এপ্রিল প্রকাশিত নির্দেশিকায় আইসিএমআর জানিয়েছে, অ্যান্টিবডি পরীক্ষায় পজিটিভ এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে হাসপাতাল বা আইসেলেশনে রাখা হবে। কিন্তু, নেগেটিভ এলে হোম কোয়ারান্টিনে থাকতে হবে। পরে, পিসিআর পরীক্ষা করা হবে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee: আনুগত্য নয়, পারফরম্যান্সকে গুরুত্ব, জেলাস্তরে রদবদলের একগুচ্ছ সুপারিশ অভিষেকের, বীরভূমে অনুব্রতর কী হবে?
আনুগত্য নয়, পারফরম্যান্সকে গুরুত্ব, জেলাস্তরে রদবদলের একগুচ্ছ সুপারিশ অভিষেকের, বীরভূমে অনুব্রতর কী হবে?
Medical Examination SOP: টোকাটুকিতে খাতা বাতিল, নামের পরিবর্তে বারকোড, মমতার নির্দেশের পর ডাক্তারি পরীক্ষায় এবার কড়াকড়ি
টোকাটুকিতে খাতা বাতিল, নামের পরিবর্তে বারকোড, মমতার নির্দেশের পর ডাক্তারি পরীক্ষায় এবার কড়াকড়ি
RG Kar case Hearing: চার সপ্তাহের মধ্যে সপ্তম স্টেটাস রিপোর্ট দিতে নির্দেশ CBI-কে, আজকের মতো আর জি কর শুনানি শেষ সুপ্রিম কোর্টে
চার সপ্তাহের মধ্যে সপ্তম স্টেটাস রিপোর্ট দিতে নির্দেশ CBI-কে, আজকের মতো আর জি কর শুনানি শেষ সুপ্রিম কোর্টে
RG Kar Case Hearing: অন্য রাজ্যে আর জি কর মামলা সরানোর আর্জি, সুপ্রিম কোর্ট বলল...
অন্য রাজ্যে আর জি কর মামলা সরানোর আর্জি, সুপ্রিম কোর্ট বলল...
Advertisement
ABP Premium

ভিডিও

WB News: ফিরহাদ হাকিমের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনেরKunal Ghosh: ওই বক্তৃতাতেই ফিরহাদ হাকিম ভদ্র মহিলা বলে উল্লেখ করেছিলেন, এটা রাজনৈতিক চক্রান্ত: কুণালWB News : 'সুপ্রিম কোর্টে অভয়া হত্যাকাণ্ড নিয়ে কোনও কার্যকরী শুনানি হয়নি', মন্তব্য বিকাশেরAwas Yojna: আবাসে ইচ্ছাকৃত জালিয়াতি, মন্তব্য বিচারপতির I কোন মামলায় উঠল এই প্রসঙ্গ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee: আনুগত্য নয়, পারফরম্যান্সকে গুরুত্ব, জেলাস্তরে রদবদলের একগুচ্ছ সুপারিশ অভিষেকের, বীরভূমে অনুব্রতর কী হবে?
আনুগত্য নয়, পারফরম্যান্সকে গুরুত্ব, জেলাস্তরে রদবদলের একগুচ্ছ সুপারিশ অভিষেকের, বীরভূমে অনুব্রতর কী হবে?
Medical Examination SOP: টোকাটুকিতে খাতা বাতিল, নামের পরিবর্তে বারকোড, মমতার নির্দেশের পর ডাক্তারি পরীক্ষায় এবার কড়াকড়ি
টোকাটুকিতে খাতা বাতিল, নামের পরিবর্তে বারকোড, মমতার নির্দেশের পর ডাক্তারি পরীক্ষায় এবার কড়াকড়ি
RG Kar case Hearing: চার সপ্তাহের মধ্যে সপ্তম স্টেটাস রিপোর্ট দিতে নির্দেশ CBI-কে, আজকের মতো আর জি কর শুনানি শেষ সুপ্রিম কোর্টে
চার সপ্তাহের মধ্যে সপ্তম স্টেটাস রিপোর্ট দিতে নির্দেশ CBI-কে, আজকের মতো আর জি কর শুনানি শেষ সুপ্রিম কোর্টে
RG Kar Case Hearing: অন্য রাজ্যে আর জি কর মামলা সরানোর আর্জি, সুপ্রিম কোর্ট বলল...
অন্য রাজ্যে আর জি কর মামলা সরানোর আর্জি, সুপ্রিম কোর্ট বলল...
Weather Update: ডানা ঝাপটানোর অপেক্ষায় উত্তুরে হাওয়া !  নামতে পারে তাপমাত্রা ? শীতের আমেজ কবে থেকে ? এল জরুরি আপডেট
ডানা ঝাপটানোর অপেক্ষায় উত্তুরে হাওয়া ! নামতে পারে তাপমাত্রা ? শীতের আমেজ কবে থেকে ? এল জরুরি আপডেট
RG Kar Case: 'সুপ্রিম' শুনানির দিনেই অভয়ার বিচারের দাবিতে পথে কংগ্রেস, নিজাম প্যালেসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি..
'সুপ্রিম' শুনানির দিনেই অভয়ার বিচারের দাবিতে পথে কংগ্রেস, নিজাম প্যালেসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি..
Shah Rukh Khan: হুমকিতে বাড়ল নিরাপত্তা, ২৪ ঘণ্টা সশস্ত্র রক্ষী, 'মন্নতে'র বাইরেও কড়া পাহারা
হুমকিতে বাড়ল নিরাপত্তা, ২৪ ঘণ্টা সশস্ত্র রক্ষী, 'মন্নতে'র বাইরেও কড়া পাহারা
Shah Rukh Khan: এবার হুমকি শাহরুখ খানকে, সলমনের পর নিশানায় বলিউডের 'বাদশা'
এবার হুমকি শাহরুখ খানকে, সলমনের পর নিশানায় বলিউডের 'বাদশা'
Embed widget