এক্সপ্লোর
Advertisement
ফণীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত স্টেশন সারাতে লাগবে ৩ মাস, রবিবার থেকে স্বাভাবিক হবে পুরীর রেল পরিষেবা
পুরী ও খুরদা রোড স্টেশনে কর্মরত রেলকর্মীদের মে মাসের বেতন অগ্রিম দেওয়া হয়েছে। ওড়িশার রেলস্টেশনগুলি সারানোর জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
নয়াদিল্লি: ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছে ওড়িশা। বিপর্যস্ত রেল পরিষেবা। বিভিন্ন স্টেশনও ক্ষতিগ্রস্ত। রবিবার থেকে রেল পরিষেবা স্বাভাবিক হচ্ছে বলে জানানো হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত স্টেশনগুলি সারাতে অন্তত তিন মাস সময় লাগবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
পূর্ব উপকূল রেলের মুখ্য মুখপাত্র জে পি মিশ্র জানিয়েছেন, ‘আজ পুরী থেকে তিন জোড়া ট্রেন চলাচল শুরু হয়েছে। আস্তে আস্তে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। ওভারহেড তার, খুঁটি, সিগন্যাল ব্যবস্থা সারাতে হচ্ছে। ১২ মে থেকে পুরীর রেল পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। তবে পুরী রেলস্টেশন ও সংলগ্ন অঞ্চল অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সারাতে অন্তত তিন মাস সময় লাগবে।’
এখন রোজ পুরী থেকে ৫২টি ট্রেন ছাড়ছে। এর মধ্যে ৪০টি এক্সপ্রেস এবং ১২টি প্যাসেঞ্জার ট্রেন। পুরী ও খুরদা রোড স্টেশনে কর্মরত রেলকর্মীদের মে মাসের বেতন অগ্রিম দেওয়া হয়েছে। ওড়িশার রেলস্টেশনগুলি সারানোর জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুরু হয়েছে সারাইয়ের কাজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement