Farmers' Protest Live Updates: নিষিদ্ধ সংগঠনের কেউ আমাদের সঙ্গে থাকলে গ্রেফতার করা হোক, মন্তব্য ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইতের
Farmers' Protest against Farm Law: দিল্লি-আগরা এবং দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধের হুঁশিয়ারি কৃষকদের।
LIVE
Background
নয়াদিল্লি: ১৭ দিনে পড়ল কৃষকদের দিল্লি চলো অভিযান। আজ থেকে আরও জোরদার আন্দোলনের প্রস্তুতি। দিল্লি-আগরা এবং দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধের হুঁশিয়ারি। অবরোধ চলবে বিভিন্ন টোল প্লাজাতেও। রিলায়েন্স আউটলেটের সামনে দেখানো হবে বিক্ষোভ। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে পঞ্জাব থেকে ৭০০ ট্রাক্টরে আসছে কৃষকদের নতুন দল।
এর আগে কৃষকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে তাঁরা রেল অবরোধ করবেন। কৃষক নেতা বুটা সিংহ আন্দোলন তীব্রতর করার হুঁশিয়ারি দিয়ে রাজধানী দিল্লিমুখী সব হাইওয়ে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানান। তিনি বলেন, ‘আমাদের দাবি না মিটলে রেললাইন অবরোধ করব। দিনক্ষণ শীঘ্রই স্থির করে জানিয়ে দেব।’
সিঙ্ঘু সীমান্তেই অবস্থান করছেন কৃষকরা। নতুন কৃষি আইন মান্ডি ব্যবস্থা ও ফসল সংগ্রহের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) সিস্টেমকে দুর্বল করে কর্পোরেটদের সুবিধা করে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। দিল্লির নানা সীমান্ত এলাকা আটকে বসে আছেন তাঁরা। বলবীর সিংহ রাজেওয়াল নামে অপর এক কৃষক নেতার ক্ষোভ, ‘কেন্দ্র স্বীকার করেছে, ব্যবসায়ীদের জন্যই আইনগুলি তৈরি হয়েছে। কৃষি যদি রাজ্যের বিবেচনাধীন বিষয় হয়, তবে কেন্দ্রের তার ওপর আইন তৈরির এক্তিয়ারই নেই।’
কেন্দ্রের অবশ্য দাবি, কৃষকদের স্বার্থেই নতুন আইন করা হয়েছে। এতে তাঁদের লাভই হবে। কিন্তু কৃষকরা সেই দাবি মানতে নারাজ। বিরোধী দলগুলিও কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করেছেন।