এক্সপ্লোর
Advertisement
কয়েক ঘণ্টা পর এইমসের আগুন নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতির খবর নেই
দিল্লির এইমসের টিচিং ব্লকে আগুন। এই ঘটনায় বেশ কিছু নমুনা ও মেডিক্যাল রিপোর্ট নষ্ট হয়ে গিয়েছ। কয়েকজন রোগীকেও সরিয়ে নিতে হয়। যদিও এই ঘটনায় কেউ আহত হননি বলে আধিকারিকরা জানিয়েছেন।
নয়াদিল্লি: দিল্লির এইমসের টিচিং ব্লকে আগুন। এই ঘটনায় বেশ কিছু নমুনা ও মেডিক্যাল রিপোর্ট নষ্ট হয়ে গিয়েছ। কয়েকজন রোগীকেও সরিয়ে নিতে হয়। যদিও এই ঘটনায় কেউ আহত হননি বলে আধিকারিকরা জানিয়েছেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। তবে কারও প্রাণহানি হয়নি। ক্ষয়ক্ষতিরও কোনও খবর নেই।
বিকেল পাঁচটা নাগাদ মাইক্রোবায়োলজি বিভাগে আগুন লাগে। এর পর এই বিভাগ সংলগ্ন এবি ওয়ার্ডের কয়েকটি তল থেকে রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। ধোঁয়া ছড়িয়ে পড়ায় ওপরের তলার অপারেশন থিয়েটার থেকেও কয়েকজন রোগীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
দিল্লির দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে ৩৪ টি ইঞ্জিন পাঠানো হয়।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ট্যুইট মারফত সংশ্লিষ্ট সবাইকে সংযত থেকে দমকল বাহিনীকে তাদের কাজ সুষ্ঠুভাবে করতে দেওয়ার আর্জি জানান।
দমকল বিভাগ জানিয়েছে, এই ঘটনায় কেউ জখম হননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement