Serum Institute Pune Fire: ফের নতুন করে আগুন লাগল সিরাম ইনস্টিটিউটে, মৃতদের পরিবার পিছু অর্থ সাহায্য ২৫ লাখ টাকা
Serum Institute Fire: পুনে দমকলের অন্তত ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে নেমেছে।
সিরাম ইনস্টিটিউট এ দেশে কোভিশিল্ড করোনা টিকা তৈরির দায়িত্বে রয়েছে। জানা গিয়েছে, সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে কোভিশিল্ড, যে বিল্ডিংয়ে আগুন লেগেছে, সেখানে ওই টিকা ছিল না। সিরাম ইনস্টিটিউট জানিয়েছে, মৃত কর্মীদের পরিবার পিছু ২৫ লাখ টাকা করে সাহায্য করবে তারা, পাশাপাশি সংস্থার নিয়ম অনুযায়ী যে টাকা তাঁদের প্রাপ্য তাও দেওয়া হবে। সিরামের সিইও আদার পুনাওয়ালা জানিয়েছেন, সিরাম ইনস্টিটিউটের সকলের পক্ষে অত্যন্ত শোকের দিন। মঞ্জরীর স্পেশাল ইকোনমিক জোনে তাঁদের কারখানায় আগুনের জেরে কয়েকজন প্রাণ হারিয়েছেন। কীভাবে আগুন লাগল এখনও স্পষ্ট নয়, ঝালাইয়ের কাজ চলছিল, সম্ভবত সেখান থেকেই লেগেছে আগুন।Anguished by the loss of lives due to an unfortunate fire at the @SerumInstIndia. In this sad hour, my thoughts are with the families of those who lost their lives. I pray that those injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) January 21, 2021
Statement From Cyrus S. Poonawalla, Chairman & Managing Director, Serum Institute of India. "Today is an extremely sorrowful day for all of us at Serum Institute of India. Regrettably, there were losses of lives in the fire that broke out in our under installation facility... pic.twitter.com/QJLofvwGRV
— SerumInstituteIndia (@SerumInstIndia) January 21, 2021
...situated at the Special Economic Zone at Manjri. We are deeply saddened and offer our condolences to the families of the departed. In this regard, we will be offering a compensation of INR 25 lakhs to each of the families, in addition to the mandated amount as per the norms.
— SerumInstituteIndia (@SerumInstIndia) January 21, 2021
পুনে দমকলের অন্তত ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে নেমেছে। সিরাম সূত্রে খবর, তাদের একটি নির্মীয়মাণ বহুতলের চতুর্থ ও পঞ্চম তলে আগুন ধরে, যেখানে টিকা তৈরি হচ্ছিল তার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এই ঘটনায় টিকা তৈরির কাজ ব্যাহত হয়নি, দমকল বাহিনী আগুন নেভানোর সব রকম চেষ্টা করছে। আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এই মঞ্জরীর কারখানা থেকেই কোভিশিল্ড টিকা দেশের সর্বত্র পৌঁছে যাচ্ছে। তবে কোভিশিল্ড তৈরির ইউনিট এই পুড়ে যাওয়া বহুতল থেকে ১ কিলোমিটার দূরে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ার জানিয়েছেন, কীভাবে আগুন লাগল জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁরা।We would like to extend our gratitude to everyone for their concerns and prayers in these distressing times."
— SerumInstituteIndia (@SerumInstIndia) January 21, 2021