এক্সপ্লোর
তামিলনাড়ুতে বন্ধুর বিয়েতে বন্ধুরা উপহার দিলেন দুর্মূল্য পেট্রোল

কুড্ডালোর: তামিলনাড়ুর কুড্ডালোরে এক যুবকের বন্ধুরা তাঁকে বিয়েতে উপহার দিলেন ৫ লিটার পেট্রোল। পেট্রোলের সাম্প্রতিককালে যা দাম বেড়েছে, তাতে এর থেকে ভাল ‘উপহার’-এর কথা মাথায় আসেনি তাঁদের। স্থানীয় একটি তামিল টেলিভিশন চ্যানেল দেখিয়েছে, নব দম্পতি যখন বিবাহ বাসরে অভ্যাগতদের স্বাগত জানাচ্ছিলেন, তখন বরের বন্ধুরা এসে ঢোকেন। উপহার হিসেবে দম্পতির হাতে তাঁরা তুলে দেন ৫ লিটার পেট্রোলের জারিকেন। চারপাশের সশব্দ হাসির মধ্যে নব বিবাহিত স্বামী স্ত্রী ওই উপহার গ্রহণ করেন। তামিলনাড়ুতে পেট্রোলের দাম এখন ৮৫ টাকা ১৫ পয়সা প্রতি লিটার, গোটা দেশের অন্যতম সর্বোচ্চ। পাত্রের বন্ধুরা জানিয়েছেন, পেট্রোপণ্যের দাম এমন আকাশ ছুঁতে চলাতেই এই উপহার দেওয়ার কথা ভাবেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















