এক্সপ্লোর
Advertisement
করোনার বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার বার্তা, আলোর খেলায় আল্পস পাহাড়ে ফুটে উঠল ভারতের তেরঙা
যে শিল্পী ম্যাটারহর্ন শৃঙ্গের চূড়ায় এই আলোর প্রদর্শনীর আয়োজন করেছিলেন, তাঁর নাম জেরি হফসটেটার।
জেনিভা: সুইৎজারল্যন্ড এবং ইতালির সীমান্তে অবস্থিত আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ম্যাটারহর্ন। করোনা মোকাবিলায় এবার গোটা বিশ্বের লড়াইকে কুর্নিশ করতে সেই ম্যাটারহর্নের গায়েই জ্বলে উঠল বিভিন্ন দেশের জাতীয় পতাকার প্রতিচ্ছবি।
সেই তালিকায় স্থান পেয়েছে ভারতের তেরঙাও। করোনা মোকাবিলায় একে অপরের পাশে দাঁড়াতে ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে বদ্ধপরিকর বিভিন্ন দেশ। তাই গোটা বিশ্বকে এক হয়ে লড়াই করার ডাক দিয়ে অভিনব উদ্যোগ নিল সুইৎজারল্যান্ড। আল্পসের ম্যাটারহর্ন শৃঙ্গ আলোকিত করা হল কয়েকটি দেশের জাতীয় পতাকায়।
ভারতের পাশাপাশি আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশের পতাকাও আলোর খেলায় ফুটে উঠেছিল ম্যাটারহর্নের গায়ে। যে শিল্পী ম্যাটারহর্ন শৃঙ্গের চূড়ায় এই আলোর প্রদর্শনীর আয়োজন করেছিলেন, তাঁর নাম জেরি হফসটেটার। আর সেই অসাধারণ দৃশ্য গোটা বিশ্বকে দেখানোর জন্য তিনি ওয়েবক্যামের সাহায্য নিয়েছিলেন। গোটা বিশ্বই আপাতত সেই দৃশ্য দেখে মুগ্ধ। সকলেই হফসটেটারের উচ্ছ্বসিত প্রশংসা করছেন। ভারতের তেরঙায় ঢাকা ম্যাটারহর্নের নৈসর্গিক দৃশ্যের ছবি ট্যুইট করেছেন সুইৎজারল্যন্ডে ভারতীয় দূতাবাসের এক কর্মী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement