এক্সপ্লোর
Advertisement
মহাগঠবন্ধন ভাঙছে? ১১ বিধানসভা উপনির্বাচনে একাই লড়বে বসপা, ঘোষণা মায়াবতীর
মহাগঠবন্ধন গঠন করে বিজেপিকে রুখতে গিয়ে ভোটে বেশি লোকসান হয়েছে ২০১৭ অবধি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে থাকা অখিলেশের। তাঁর স্ত্রী ডিম্পল যাদব, দুই আত্মীয় অক্ষয় ও ধর্মেন্দ্র যাদবও নিজেদের আসন খুইয়েছেন। ২০১৪-য় শূন্য থেকে এবার ১০-এ পৌঁছেছে মায়াবতীর দল, কিন্তু সপা যে ৫-এ ছিল, সেখানেই রয়েছে এবারও।
নয়াদিল্লি: লোকসভা ভোটে অনেক জল্পনা ছড়িয়েও উত্তরপ্রদেশে বিজেপিকে কোনও চ্যালেঞ্জই ছুঁড়ে দিতে পারেনি মায়াবতী-অখিলেশ জোট। বিজেপিকে রুখতে অজিত সিংহের রাষ্ট্রীয় লোকদলকে (আরএলডি)কে সঙ্গে নিয়ে ‘মহাগঠবন্ধন’ হয়েছিল বহুজন সমাজ পার্টি (বসপা) ও সমাজবাদী পার্টির (সপা)। কিন্তু নির্বাচনের ফলাফল বেরনোর পর দেখা গেল, মুখ থুবড়ে পড়েছে তিনদলের জোট। রাজ্যের ৮০টি লোকসভা আসনের ৬২টি পেয়েছে বিজেপি, ২০১৪-র প্রাপ্ত আসন থেকে ৯টি কম। তাদের জোটসঙ্গী আপনা দল জিতেছে ২টি আসনে, মহাগঠবন্ধন পেয়েছে মাত্র ১৫টি আসন।
এই প্রেক্ষাপটে এককালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থেকে মিত্র হয়ে ওঠা মায়াবতী, অখিলেশের জোট কি এবার ভেঙে যেতে বসেছে? সোমবার তেমনই ইঙ্গিত মিলল মায়াবতীর কথায়। সূত্রের খবর, দলিত নেত্রী দলীয় বৈঠকে জানিয়েছেন, ১১ টি বিধানসভা উপনির্বাচনে বসপা একাই লড়বে। সূত্রের দাবি, মায়াবতী বলেছেন, জোটটা বেকার হল। কাজের কাজ হয়নি। যাদব ভোট আমাদের বাক্সে পড়েনি। এমনকী ওরাও (অখিলেশ যাদবের পরিবার) যাদব ভোট পায়নি।
তাছাড়া অখিলেশের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়া কাকা শিবপাল যাদব, কংগ্রেস-দুপক্ষই যে যাদব ভোটে থাবা বসিয়েছে, সেটাও প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী নাকি বৈঠকে উল্লেখ করেছেন বলে খবর। বলেছেন, উপনির্বাচনে নিজেরাই আলাদা লড়ব।
জানা গিয়েছে, মহাগঠবন্ধন গঠন করে বিজেপিকে রুখতে গিয়ে ভোটে বেশি লোকসান হয়েছে ২০১৭ অবধি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে থাকা অখিলেশের। তাঁর স্ত্রী ডিম্পল যাদব, দুই আত্মীয় অক্ষয় ও ধর্মেন্দ্র যাদবও নিজেদের আসন খুইয়েছেন। ২০১৪-য় শূন্য থেকে এবার ১০-এ পৌঁছেছে মায়াবতীর দল, কিন্তু সপা যে ৫-এ ছিল, সেখানেই রয়েছে এবারও।
গত জানুয়ারিতে মহাগঠবন্ধন তৈরির সময় ২০২২-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন মাথায় রেখে এই বোঝাপড়া বহাল থাকবে বলে ইঙ্গিত দিয়েছিলেন সপা প্রধান অখিলেশ। রাজনৈতিক মহলের ব্যাখ্যা ছিল, অখিলেশ মায়াবতীর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ, পরিস্থিতি তৈরি হলে তাঁকে সমর্থন করবেন, পাল্টা বসপা নেত্রী রাজ্য বিধানসভা ভোটে ও মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে অখিলেশের পাশে থাকবেন। যদিও সেই প্রত্যাশা বিন্দুমাত্র বাস্তবায়িত হওয়ার দিকে এগয়নি।
এই প্রেক্ষাপটে জোটের ওপর ভোট পাওয়ার ভরসা না করে দলীয় সংগঠন জোরদার করায় গুরুত্ব দিয়েছেন মায়াবতী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement