এক্সপ্লোর
দেশজুড়ে খোলা হবে দেড়লাখ স্বাস্থ্যকেন্দ্র, জানালেন প্রধানমন্ত্রী
এক দেশ, এক কর ও এক মোবিলিটি কার্ডের মত একইভাবে এবার তাঁরা তৈরি করতে চান এক আয়ুষ গ্রিড।

নয়াদিল্লি: সারা দেশে সাড়ে বারো হাজার আয়ুষ কেন্দ্র খুলতে চলেছে ভারত সরকার। তার মধ্যে ৪০০০ এ বছরই তৈরি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এ কথা জানিয়েছেন। দিল্লিতে যোগাসন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী বলেন, দেড়লাখ স্বাস্থ্যকেন্দ্রও গড়ে তুলতে চলেছেন তাঁরা। এক দেশ, এক কর ও এক মোবিলিটি কার্ডের মত একইভাবে এবার তাঁরা তৈরি করতে চান এক আয়ুষ গ্রিড। আয়ুষ চিকিৎসার সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তিকে যুক্ত করার পক্ষেও সওয়াল করেছেন তিনি। আরও বেশি পেশাদাররা যাতে আয়ুষ ক্ষেত্রে আসেন সে জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















