এক্সপ্লোর
গুজরাতের মুখ্যমন্ত্রীর জনসভায় কৃষকের আত্মহত্যার চেষ্টা

আমদাবাদ: গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর জনসভায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক কৃষক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুজরাতের গির সোমনাথ জেলার প্রাণস্লি গ্রামে আজ মুখ্যমন্ত্রীর জনসভা ছিল। তিনি বক্তব্য শুরু করতেই কীটনাশক খান মশরিভাই দোদিয়া নামে ওই কৃষক। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন পুলিশকর্মীরা। এই কৃষককে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে পুলিশ সুপার রাহুল ত্রিপাঠি জানিয়েছেন, ‘এই কৃষকের জমির বাইরে পঞ্চায়েতের জমি অবৈধভাবে দখল করে রেখেছেন এক ব্যক্তি। এর ফলে নিজের জমিতে ঢুকতে বাধা পাচ্ছেন এই কৃষক। তাঁর অভিযোগের ভিত্তিতে কালেক্টর অবৈধ দখলদারি সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। সেই কারণে হতাশ হয়েই আত্মহত্যার সিদ্ধান্ত নেন এই কৃষক।’ মশরিভাই বলেছেন, ‘এক জমি মাফিয়া আমার জমিতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। তিনি দখলদারি সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু এখনও পর্যন্ত কিছুই হয়নি। আমি পঞ্চায়েত ও তালুকা উন্নয়ন বিভাগের আধিকারিকদের কাছে বারবার আবেদন জানাই। কিন্তু তাঁরা কোনও ব্যবস্থা নেননি। সেই হতাশা থেকেই জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিই।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















