এক্সপ্লোর
Advertisement
কারনালে জয়ী খট্টার, হার ৭ মন্ত্রীর
রাথমিক ভোট গণনায় বিজেপি এগিয়ে থাকলেও, সময় যত এগোতে থাকে, জোর টক্কর দিতে শুরু করে কংগ্রেস ও জেজেপি।
চণ্ডীগড়: হরিয়ানায় শেষ খবর পাওয়া পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। বিজেপি ৪০টি আসন নিয়ে কংগ্রেস ও জেজেপি-র চেয়ে এগিয়ে থাকলেও, মনোহরলাল খট্টার ফের সরকার গড়তে পারবেন কি না, সেটা এখনও নিশ্চিত নয়। খট্টার নিজে অবশ্য কারনাল আসন ৪৫,১৮৮ ভোটে জয় পেয়েছেন। তিনি কংগ্রেসের তরলোচন সিংহকে হারিয়ে দিয়েছেন। তবে হরিয়ানার সাত মন্ত্রী ক্যাপ্টেন অভিমন্যু, ও পি ধনকড়, রামবিলাস শর্মা, কবিতা জৈন, কৃষণলাল পানওয়ার, মণীশ গ্রোভার ও কৃষণ কুমার বেদী হেরে গিয়েছেন। মাত্র দু’জন মন্ত্রী অনিল ভিজ ও বনওয়ারি লাল জিতেছেন।
প্রাথমিক ভোট গণনায় বিজেপি এগিয়ে থাকলেও, সময় যত এগোতে থাকে, জোর টক্কর দিতে শুরু করে কংগ্রেস ও জেজেপি। তবে কৈথাল আসনে হেরে গিয়েছেন কংগ্রেসের তারকা প্রার্থী রণদীপ সিংহ সুরজেওয়ালা।
এখনও পর্যন্ত হরিয়ানায় যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে ১০টি আসন নিয়ে নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে দুষ্যন্ত চৌতালার জেজেপি। সরকার গঠনের আশা ছাড়তে নারাজ কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা বিরোধী দলগুলিকে একজোট হয়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement