প্রয়াত বাজপেয়ী: আমার কাছে অপূরণীয় ব্যক্তিগত ক্ষতি, আবেগপ্রবণ মোদী, ভারত মহান সন্তানকে হারাল, বললেন রাহুল, দেশের বিরাট ক্ষতি, ট্যুইট মমতার
It was due to the perseverance and struggles of Atal Ji that the BJP was built brick by brick. He travelled across the length and breadth of India to spread the BJP's message, which led to the BJP becoming a strong force in our national polity and in several states.
— Narendra Modi (@narendramodi) August 16, 2018
তিনি ট্যুইট করেছেন, অটলজীর প্রয়াণ আমার কাছে ব্যক্তিগত ক্ষতি যা পূরণ হওয়ার নয়। ওনার সঙ্গে অসংখ্য সুখস্মৃতি আছে আমার। আমার মতো কার্য্যকর্তাদের কাছে উনি ছিলেন অনুপ্রেরণা। বিশেষ করে ওনার তীক্ষ্ণ বুদ্ধি ও অসাধারণ রসবোধ মনে রাখব। নানা ক্ষেত্রে ওনার ভবিষ্যতমুখী নীতি ভারতের প্রত্যেকটি নাগরিকের জীবনকে ছুঁয়ে গিয়েছে।
Atal Ji's passing away is a personal and irreplaceable loss for me. I have countless fond memories with him. He was an inspiration to Karyakartas like me. I will particularly remember his sharp intellect and outstanding wit.
— Narendra Modi (@narendramodi) August 16, 2018
বাজপেয়ীর সহনশীলতা, সংগ্রামের ফলেই বিজেপি তিলে তিলে গড়ে উঠেছে বলেও জানিয়েছেন মোদী। লিখেছেন, উনি ভারতের কোণে কোণে গিয়েছেন বিজেপির বার্তা ছড়িয়ে দিতে, যার জেরে বিজেপি আমাদের জাতীয় রাজনীতিতে ও একাধিক রাজ্যে দারুণ শক্তিশালী পক্ষ হয়ে উঠেছে। এই দুঃখের সময়ে ওনার পরিবার, বিজেপি কার্য্যকর্তা ও অসংখ্য অনুগামীর প্রতি রইল সমবেদনা।
It was Atal Ji's exemplary leadership that set the foundations for a strong, prosperous and inclusive India in the 21st century. His futuristic policies across various sectors touched the lives of each and every citizen of India.
— Narendra Modi (@narendramodi) August 16, 2018
গতকাল রাত থেকে বেশ কয়েকবার এইমসে গিয়ে বাজপেয়ীর স্বাস্থ্যের খোঁজখবর করেছেন প্রধানমন্ত্রী।
India grieves the demise of our beloved Atal Ji.
His passing away marks the end of an era. He lived for the nation and served it assiduously for decades. My thoughts are with his family, BJP Karyakartas and millions of admirers in this hour of sadness. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) August 16, 2018
ভারত তার মহান সন্তানকে হারাল, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে অগনিত মানুষ ভালবাসতেন, শ্রদ্ধা করতেন। বললেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
Today India lost a great son. Former PM, Atal Bihari Vajpayee ji, was loved and respected by millions. My condolences to his family & all his admirers. We will miss him. #AtalBihariVajpayee
— Rahul Gandhi (@RahulGandhi) August 16, 2018
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ দুপুরে নয়াদিল্লি চলে আসেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তিনি ট্যুইট করেছেন, এক বিরাট মাপের মানুষ প্রাক্তন প্রধানমন্ত্রী আর আমাদের মধ্যে নেই। খুবই মর্মাহত আমি। ওনার চলে যাওয়া আমাদের দেশের কাছে এক বিরাট ক্ষতি। ওনাকে ঘিরে নানা স্মৃতি, কথা সবসময় মনে থাকবে আমার। ওনার পরিবার ও অসংখ্য গুণমুগ্ধতে আমার শোক, সমবেদনা জানাই।
Very very saddened that the great statesman and former PM Shri Atal Bihari Vajpayee ji is no more with us. His passing away is a very big loss to our nation. I will always cherish the many fond memories. Condolences to his family and his many admirers
— Mamata Banerjee (@MamataOfficial) August 16, 2018
বাজপেয়ীর এনডিএ সরকারে রেলমন্ত্রকের ভার সামলেছেন মমতা।