এক্সপ্লোর
Advertisement
হাফিজ সইদের গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা, ভারতের ‘আগ্রাসনের’ জবাব দেওয়ার জন্য পাক সেনাকে তৈরি থাকার নির্দেশ ইমরানের
ইসলামাবাদ: পুলওয়ামায় জঙ্গি হামলার পর আন্তর্জাতিক মহলের প্রবল চাপের মুখে ২০০৮ সালে মুম্বই হামলার চক্রী হাফিজ সইদের গোষ্ঠী জামাত-উদ-দাওয়া এবং এর সহযোগী সংগঠন ফালাহ-ই-ইনসানিয়তের উপর নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান। আজ পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এই সংগঠনগুলিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।’
অন্যদিকে, ভারতের ‘আগ্রাসন ও হত্যার’ জবাব দেওয়ার জন্য পাক সেনাবাহিনীকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন ইমরান। তিনি বলেছেন, ‘এটা নতুন পাকিস্তান। আমরা দেশের মানুষকে দেখিয়ে দিতে চাই, সরকার তাঁদের রক্ষা করার মতো ক্ষমতাশালী।’ পাক প্রধানমন্ত্রীর দাবি, তাঁরা কোনওভাবেই পুলওয়ামায় জঙ্গি হামলার সঙ্গে যুক্ত নন। ভারত আলোচনার প্রস্তাবে সাড়া দেবে বলেও আশাবাদী ইমরান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement