এক্সপ্লোর
চিরঋণী থাকব, গালোয়ানে নিহত জওয়ানদের শ্রদ্ধার্ঘ অক্ষয়ের, আমাদের জীবনে শহিদরা অমর হয়ে থাকবেন, ট্যুইট সচিনের
নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অমিতাভ বচ্চন ট্যুইট করেন, “ওঁরা আমাদের দেশকে রক্ষা করতে আর আমাদের নিরাপদে রাখতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। ভারতের সেনা অফিসার আর জওয়ানদের অভিবাদন জানাই। জয় হিন্দ।’’
![চিরঋণী থাকব, গালোয়ানে নিহত জওয়ানদের শ্রদ্ধার্ঘ অক্ষয়ের, আমাদের জীবনে শহিদরা অমর হয়ে থাকবেন, ট্যুইট সচিনের India-China border face-off: 'Forever indebted,' say Akshay Kumar, Amitabh Bachchan as they pay homage to soldiers চিরঋণী থাকব, গালোয়ানে নিহত জওয়ানদের শ্রদ্ধার্ঘ অক্ষয়ের, আমাদের জীবনে শহিদরা অমর হয়ে থাকবেন, ট্যুইট সচিনের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/05/07133509/akshay-kumar-r.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: গালোয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সৈন্যের হামলায় ২০ ভারতীয় জওয়ানের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ বলিউড থেকে শুরু করে দেশের ক্রীড়াজগৎ। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, হৃতিক রোশন, ভিকি কৌশল, নেহা ধুপিয়া থেকে শুরু করে বীরেন্দ্র সহবাগ, ভিভিএস লক্ষ্মণ-তারকারা ট্যুইটারে গভীর শোকপ্রকাশ করেছেন।
নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অমিতাভ বচ্চন ট্যুইট করেন, “ওঁরা আমাদের দেশকে রক্ষা করতে আর আমাদের নিরাপদে রাখতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। ভারতের সেনা অফিসার আর জওয়ানদের অভিবাদন জানাই। জয় হিন্দ।’’ নিহত জওয়ানদের জন্য গভীর শোকপ্রকাশ করেছেন বলিউডের আর এক তারকা অক্ষয় কুমার। খিলাড়ির ট্যুইট, “ওই সাহসী যোদ্ধাদের জন্য শোকস্তব্ধ। দেশের নিরাপত্তা রক্ষায় তাঁদের অবদানের ঋণ কখনওই পরিশোধ করা যাবে না। ওঁদের পরিবারকে গভীর সমবেদনা জানাই।’’
দুঃখপ্রকাশ করেছেন হৃতিক রোশনও। হৃতিকের ট্যুইট, “লাদাখে ভারতীয় জওয়ানদের মৃত্যু ও অশান্তির ঘটনায় গভীরভাবে মর্মাহত। বুক চিতিয়ে লড়াই করে চলেছেন আমাদের জওয়ানরা। দেশকে রক্ষা করতে গিয়ে যাঁরা শহিদ হলেন, তাঁদের প্রতি রইল আমার গভীরতম শ্রদ্ধা।’’ ভিকি কৌশলের ট্যুইট, “গালোয়ান উপত্যকায় যাঁরা শত্রুপক্ষের বিরুদ্ধে কঠিন লড়াই চালালেন, দেশের সম্মান রক্ষায় যাঁরা জীবন উৎসর্গ করলেন, সেই সাহসী ভারতীয় জওয়ানদের অভিবাদন জানাচ্ছি। ওঁদের পরিবারকে গভীর সমবেদনা জানাই। জয় হিন্দ।’’
পিছিয়ে নেই ক্রিকেটারেরাও। মাস্টার ব্লাস্টার সচিন ট্যুইট করেছেন, “নায়কোচিত কাজের মধ্যে দিয়ে যাঁদের জীবনে আশার আলো জ্বালিয়েছেন শহিদ জওয়ানেরা, তাঁদের জীবনের মধ্যে দিয়েই তাঁরা বেঁচে থাকবেন। অমর হয়ে থাকবেন।“ বীরেন্দ্র সহবাগ ট্যুইটারে বিহারের এক শহিদ জওয়ানের বাবার বক্তব্যের ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে নিহত জওয়ানের বাবা বলেছেন, “আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে। আমার দুই নাতি আছে। ওদেরও সেনাবাহিনীতে পাঠাব।” ভিডিওটি শেয়ার করে বীরু লিখেছেন, “মানুষের বেশে ঈশ্বরকে দেখুন। এবার চিন আয়না দেখতে পাবে।” লক্ষ্মণের ট্যুইট, “দেশের সুরক্ষায় প্রাণ দেওয়া জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)