India Corona Cases, 3 July:টানা ষষ্ঠ দিন, দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম, একদিনে মৃত ৭৩৮
৯৭ দিন পর ৫ লক্ষের নীচে নামল অ্যাক্টিভ কেসের সংখ্যা
![India Corona Cases, 3 July:টানা ষষ্ঠ দিন, দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম, একদিনে মৃত ৭৩৮ india coronavirus updates-44111 new cases with 738-death recorded in 24 hours in india 3 july India Corona Cases, 3 July:টানা ষষ্ঠ দিন, দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম, একদিনে মৃত ৭৩৮](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/22/c18ba9a6e6e47fd986730b559fade923_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি:দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। ৯৭ দিন পর ৫ লক্ষের নীচে নামল অ্যাক্টিভ কেসের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ১১১। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ১ হাজার ৫০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লক্ষ ৫ হাজার ৭৭৯ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৭ হাজার ৪৭৭
দেশে টানা ৫১ দিন দৈনিক আক্রান্তর চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি থাকল। ভারতে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩। ৯৭ দিন পর দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা পাঁচ লক্ষের কম হয়েছে। মোট আক্রান্তের নিরিখে অ্যাক্টিভ আক্রান্তের হার ১.৬২ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংগঠনের ডিরেক্টর জেনারেল শুক্রবার বলেছেন যে, বিশ্বে প্রায় ১০০ টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। ফলে সারা বিশ্ব কোভিড ১৯ অতিমারীর বিপজ্জনক পর্বের মধ্যে রয়েছে। ড. টেড্রোস আধনোম ঘেব্রিয়েসাস বলেছেন, এই ভ্যারিয়েন্টের এখনও চরিত্র পরিবর্তন চলছে। অতিমারীর এই কঠিন পর্বের মোকাবিলায় টিকাকরণের ওপর জোর দিয়ে তিনি বলেছেন, আমি ইতিমধ্যেই বিশ্বের নেতাদের কাছে আগামী বছরের এই সময়ের মধ্যে প্রত্যেক দেশের ৭০ শতাংশ মানুষের টিকাকরণ নিশ্চিত করার আর্জি জানিয়েছি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গত শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৮৫৩ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৪৬ হাজার ৬১৭। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৮,৭৮৬।এর আগে গত সোমবার দৈনিক করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছিল ৪৬,১৪৮, মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩৭,৫৬৬। বুধবার এই সংখ্যা ছিল ৪৫, ৯৫১।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)